'শোচনীয়' শব্দের শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
A
√শুচ্ + নীয়
B
√শোচ্ + অনীয়
C
√শোচ্ + নীয়
D
√শুচ্ + অনীয়
উত্তরের বিবরণ
কৃৎ প্রত্যয়: অনীয় (অনীয়র)
অর্থ: যোগ্য বা কর্তব্য বোঝাতে ব্যবহার হয়। এই কৃৎ প্রত্যয়টি বিশেষণ শব্দ গঠনে ব্যবহৃত হয়।
উদাহরণ:
| ধাতু (মূল শব্দ) | কৃৎ + অনীয় | অর্থ/ব্যাখ্যা |
|---|---|---|
| √কৃ | করণীয় | করা যাইবার যোগ্য |
| √দৃশ্ | দর্শনীয় | দেখা যাইবার যোগ্য |
| √শুচ | শোচনীয় | শোক প্রকাশ করার যোগ্য |
| √স্মৃ | স্মরণীয় | মনে রাখার যোগ্য |
| √পালি | পালনীয় | পালন করার যোগ্য |
| √বৃ | বরণীয় | গ্রহণ করার যোগ্য |
আরও উদাহরণ:
-
মাননীয়
-
পূজনীয়
-
পানীয়
-
গ্রহণীয়
-
রমণীয়
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
’সূর্যোদয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
সূর্য + ঊদয়
B
সূর্য + উদয
C
সূর্য + ঊদয
D
সূর্য + উদয়
’সূযোদয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = সূর্য+উদয় =(সূর্যোদয়)। - এটি একটি স্বরসন্ধির উদাহরণ। উল্লেখ্য, - স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। যেমন- - অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়, - পরি + ঈক্ষা = পরীক্ষা; - মরু + উদ্যান = মরূদ্যান; - শুভ + ইচ্ছা = শুভেচ্ছা; - সূর্য + উদয় = সূর্যোদয়; - মহা + ঋষি = মহর্ষি; - শীত + ঋত = শীতার্ত; - জন + এক = জনৈক; - বন + ওষধি = বনৌষধি;
0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
শূণ্য
B
চূর্ণ
C
রুপক
D
গূণ্য
✦ শব্দ এবং তাদের অর্থ ও শ্রেণী
-
চূর্ণ (বিশেষণ)
-
অর্থ:
-
কণায় পরিণত পদার্থ, গুঁড়ো
-
চুন
-
সুগন্ধি গুঁড়ো
-
আবির
-
-
বিশেষণ পদ: গুঁড়ো করা হয়েছে এমন, চূর্ণীকৃত, সম্পূর্ণ ভগ্ন, গুঁড়োয় পরিণত।
-
উৎস: সংস্কৃত শব্দ
-
-
শূন্য (বিশেষণ)
-
অর্থ: পরিমাণ বা আয়তনের অভাব
-
-
রূপক (বিশেষ্য)
-
অর্থ:
-
যে অর্থালংকারে উপমান ও উপমেয়কে অভেদ কল্পনা করা হয়
-
যেসব কাব্য বা নাটকে কোনো তত্ত্বকে রূপ দেওয়া হয়
-
-
-
গুণ্য (বিশেষণ)
-
অর্থ: গুণ করতে হবে এমন
-
0
Updated: 1 month ago
'যায়' শব্দে কোন দ্বিস্বরধ্বনি ব্যবহৃত হয়েছে?
Created: 1 month ago
A
আই্
B
আএ্
C
অএ্
D
ওই্
‘যায়’ শব্দে [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [এ্] অর্ধস্বরধ্বনি মিলিত হয়ে দ্বিস্বরধ্বনি [আএ্] তৈরি হয়েছে। দ্বিস্বরধ্বনি তখনই গঠিত হয় যখন একটি পূর্ণ স্বরধ্বনি ও একটি অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়।
উদাহরণস্বরূপ, ‘লাউ’ শব্দে [আ] পূর্ণ স্বরধ্বনি ও [উ্] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ্] সৃষ্টি করেছে।
দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ হলো
-
[আই্]: তাই, নাই
-
[এই্]: সেই, নেই
-
[আও্]: যাও, দাও
-
[আএ্]: খায়, যায়
-
[উই্]: দুই, রুই
-
[অএ্]: নয়, হয়
-
[ওউ্]: মৌ, বউ
-
[ওই্]: কৈ, দই
-
[এউ্]: কেউ, ঘেউ
উৎস:
0
Updated: 1 month ago