কোনটি প্রাতিপদিকের উদাহরণ?
A
গাছে
B
ঘর
C
পদ্মর
D
ঘোড়ায়
উত্তরের বিবরণ
প্রাতিপদিক
প্রাতিপদিক হলো এমন নাম শব্দ যা কোনো বিভক্তি ছাড়া ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
লাজ
-
বড়
-
ঘর
এই শব্দগুলোর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নয়, তাই এগুলো প্রাতিপদিক।
বৈশিষ্ট্য:
-
প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি ধারণ করে।
-
যেমন ধাতুতে কৃৎ-প্রত্যয় যুক্ত হলে ধাতু ক্রিয়া রূপে পরিণত হয়, ঠিক তেমনই প্রাতিপদিকে নাম-প্রকৃতি বলা হয়।
পার্থক্য উদাহরণ:
-
গাছে, ঘোড়ায় (সপ্তমী বিভক্তি)
-
পদ্মর (ষষ্ঠী বিভক্তি)
এগুলোতে বিভক্তি যুক্ত হওয়ায় এগুলো প্রাতিপদিক নয়।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
নিচের কোনটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
ঝরনা
B
গ্রামীন
C
বিদুষি
D
বাল্মীকী
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ঝরনা' বানানটি শুদ্ধ।

অন্যদিকে,
- অশুদ্ধ: গ্রামীন।
- শুদ্ধ: গ্রামীণ।
- অশুদ্ধ: বিদুষি।
- শুদ্ধ: বিদুষী।
- অশুদ্ধ:বাল্মীকী।
- শুদ্ধ:বাল্মীকি।
0
Updated: 3 weeks ago
বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে?
Created: 1 month ago
A
পদ
B
রূপ
C
শব্দমূল
D
ধ্বনি
ধ্বনি: ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম উচ্চারণযোগ্য একক। কিন্তু এটি বাক্যের ক্ষুদ্রাংশ নয়, ভাষার মৌলিক ধ্বনিগত একক।
-
শব্দমূল: শব্দের মূল ভিত্তি বা উৎপত্তি, কিন্তু এটি বাক্যের অংশ নয়।
-
রূপ: শব্দের আকার বা রূপান্তর বোঝায়।
-
পদ: বাক্যের ক্ষুদ্রাংশকে বলা হয় পদ। এক বা একাধিক পদ মিলেই একটি পূর্ণাঙ্গ বাক্য গঠিত হয়। যেমন –
-
আমি (পদ) ভাত (পদ) খাই (পদ)।
-
অতএব, বাক্যের ক্ষুদ্রাংশ = পদ।
0
Updated: 1 month ago
'Bilingual' শব্দের পারভাষিক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
দ্বি-পাক্ষিক
B
দ্বি-ভাষিক
C
দ্বি- দৃষ্টিক
D
দ্বি-বার্ষিক
আইনি ও প্রশাসনিক পরিভাষায় ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ ব্যবহার ভাষাকে স্পষ্ট ও প্রাঞ্জল করে। কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিচে দেওয়া হলো।
-
Bilingual : দ্বি-ভাষিক
-
Biennial : দ্বি-বার্ষিক
-
Bifocal : দ্বি-দৃষ্টিক
-
Bilateral : দ্বি-পাক্ষিক
উৎস:
0
Updated: 1 month ago