মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
A
সাম্যবাদ
B
স্থিরপ্রতিজ্ঞ
C
সস্ত্রীক
D
সবিনয়
উত্তরের বিবরণ
মধ্যপদলোপী কর্মধারয় সমাস
যে সমাসে কর্মধারয় পদ থেকে মধ্যপদটি লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়।
উদাহরণ:
- 
পল (মাংস) + অন্ন → পলান্ন 
- 
সিংহ + আসন → সিংহাসন 
- 
প্রীতি + উপহার → প্রীতিউপহার 
- 
মৌ + মাছি → মৌমাছি 
- 
সাহিত্য + সভা → সাহিত্যসভা 
- 
ঘর + জামাই → ঘরজামাই 
- 
স্মৃতি + সৌধ → স্মৃতিসৌধ 
বহুব্রীহি সমাস
যে সমাসে সমস্যমান পদগুলোর অর্থ সরাসরি বোঝা না গিয়ে অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলা হয়।
- 
উদাহরণ: - 
আয়ত লোচন যার → আয়তলোচনা (স্ত্রী) 
- 
মহান আত্মা যার → মহাত্মা 
- 
স্বচ্ছ সলিল যার → নীলবসনা 
- 
স্থির প্রতিজ্ঞা যার → স্থিরপ্রতিজ্ঞ 
- 
ধীর বুদ্ধি যার → ধীরবুদ্ধি 
 
- 
সহার্থক বহুব্রীহি সমাস
যে সমাসে সহার্থক পদ (অর্থ-সহ অর্থজ্ঞাপক) সঙ্গে বিশেষ্য পদ যুক্ত হয়, তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে।
- 
উদাহরণ: - 
স্ত্রীর সঙ্গে বর্তমান → সস্ত্রীক 
- 
বিনয়ের সঙ্গে বর্তমান → সবিনয় 
- 
অন্যান্য: সফল, সবান্ধব, সকরুণ, সহিত, সবল, সহদয়, সক্রিয়, সবিরাম, সগোত্র, সচকিত 
 
- 
উৎস:
- 
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ 
- 
মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী চায়'- এই বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে-
Created: 2 weeks ago
A
একবচন বোঝাতে
B
বহুবচন বোঝাতে
C
একবচন ও বহুবচন উভয়ই বোঝাতে
D
প্রথমটি একবচন, পরেরটি বহুবচন বোঝাতে
‘শিক্ষক’ এবং ‘শিক্ষার্থী’ শব্দ দুটি বাংলা ব্যাকরণে এমন শব্দ, যেগুলো লিঙ্গ ও বচন উভয় দিক থেকেই নিরপেক্ষ। অর্থাৎ, এগুলো প্রেক্ষাপট অনুসারে একবচন বা বহুবচন উভয় অর্থে ব্যবহৃত হতে পারে।
এ বিষয়ে বিস্তারিতভাবে বলা যায়—
- 
‘শিক্ষক’ শব্দটি কোনো নির্দিষ্ট লিঙ্গ বা বচন নির্দেশ করে না; এটি একাধিক শিক্ষককেও বোঝাতে পারে, আবার একজন শিক্ষককেও। 
- 
একইভাবে ‘শিক্ষার্থী’ শব্দটিও একক বা একাধিক শিক্ষার্থী— উভয় অর্থেই ব্যবহৃত হয়। 
- 
উদাহরণ: “শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী চায়।” — এখানে ‘শিক্ষক’ ও ‘শিক্ষার্থী’ উভয় শব্দের সঙ্গে কোনো নির্দিষ্ট বচন-নির্দেশক শব্দ নেই (যেমন ‘একজন’, ‘সব’, ‘অনেক’ ইত্যাদি)। তাই এদের অর্থ নির্ভর করছে প্রেক্ষাপটের উপর। 
- 
‘শিক্ষককে’ শব্দে যুক্ত ‘-কে’ বিভক্তি কেবল কর্মবাচক নির্দেশ দিচ্ছে, বচন নয়। একইভাবে ‘শিক্ষার্থী’ শব্দের বিভক্তিহীন রূপও নির্দিষ্ট বচন নির্দেশ করে না। 
- 
বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে, যেগুলো বচন নিরপেক্ষভাবে ব্যবহার করা হয়; এগুলোর অর্থ বাক্যের প্রসঙ্গ অনুযায়ী নির্ধারিত হয়। 
তাই বলা যায়, ‘শিক্ষক’ এবং ‘শিক্ষার্থী’ শব্দ দুটি একবচন ও বহুবচন উভয় বোঝাতে ব্যবহৃত হয়েছে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
নিচের কোনটি বাগযন্ত্রের অংশ?
Created: 1 month ago
A
স্বরযন্ত্র
B
ফুসফুস
C
আলজিভ
D
সবগুলো
বাগ্যন্ত্র হলো ধ্বনি উচ্চারণে ব্যবহৃত প্রত্যঙ্গগুলির সমষ্টি। মানবদেহের উপরিভাগে, ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত যে প্রত্যঙ্গগুলো ধ্বনি উৎপাদনে ব্যবহৃত হয়, সেগুলো বাগ্যন্ত্রের অন্তর্ভুক্ত।
বাগ্যন্ত্রের বিভিন্ন অংশ:
- 
ফুসফুস: ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস। 
- 
শ্বাসনালি: ফুসফুস থেকে বাতাস শ্বাসনালির মাধ্যমে মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়। 
- 
স্বরযন্ত্র: শ্বাসনালির উপরের অংশে অবস্থান। 
- 
জিভ: মুখগহ্বরের নিচের অংশে অবস্থিত। 
- 
আলজিভ: মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ড। 
- 
তালু: মুখবিবরের ছাদ। 
- 
মূর্ধা: শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশ। 
- 
দন্তমূল ও দন্ত: দাঁতের গোড়ার অংশকে দন্তমূল বলে। 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী 'ও' এর অবস্থান কোনটি?
Created: 2 months ago
A
মধ্য
B
সম্মুখ
C
পশ্চাৎ
D
নিম্ন মধ্য
• উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়।
• জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী-
সম্মুখ- ই, এ, অ্যা,
মধ্য- আ;
পশ্চাৎ- উ, ও, অ।
• জিভের উচ্চতা অনুযায়ী-
উচ্চ- ই, উ।
উচ্চ-মধ্য- এ, ও।
নিম্ন-মধ্য- অ্যা, অ।
নিম্ন- আ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago