A
Shakespeare
B
Wordsworth
C
Keats
D
Eliot
উত্তরের বিবরণ
"Beauty is truth, truth beauty," — এই বিখ্যাত উক্তিটির সঠিক রচনা John Keats-এর।
বাংলায় এর অর্থ, "সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য।"
অনেকেই এই উক্তিটি ভুলভাবে বলেন, যেমন: "Beauty is truth, truth is beauty," যা সঠিক নয়।
সঠিক উক্তিটি হলো: "Beauty is truth, truth beauty"।
এই লাইনটি Romantic যুগের জনপ্রিয় কবি John Keats-এর রচিত ‘Ode on a Grecian Urn’ নামক কবিতা থেকে নেওয়া।
‘Ode on a Grecian Urn’ একটি ৫টি স্তবকের কবিতা, যা ১৮২০ সালে প্রকাশিত হয়।
এই কবিতায় একটি গ্রিকান (Grecian) মাটির জারের উপর অঙ্কিত শিল্পকর্মের বর্ণনা আছে, যার মাধ্যমে কবি শিল্প, সৌন্দর্য ও সত্যের গভীর সম্পর্ক তুলে ধরেছেন।
কবিতার শেষ দুই লাইন হচ্ছে —
“Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know.”
কবিতার অন্য কিছু বিখ্যাত লাইনও আছে, যেমন —
“Heard melodies are sweet, but those unheard
Are sweeter; therefore, ye soft pipes, play on;”
এবং —
“She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair!”
উৎস: Britannica, Poetryfoundation

0
Updated: 2 months ago