শুদ্ধ বানান কোনটি?
A
অনির্বচ্যনীয়
B
অনির্বাচ্যনীয়
C
অনির্বচনীয়
D
অনির্বাচনীয়
উত্তরের বিবরণ
অনির্বচনীয়
-
শুদ্ধ বানান: অনির্বচনীয়
-
পদভেদ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত শব্দ
অর্থ:
-
বর্ণনাতীত
-
অবর্ণনীয়
স্ত্রীবাচক রূপ: অনির্বচনীয়া
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 week ago
A
নিশিথিনী
B
নিশীথীনি
C
নিশিথীনি
D
নিশীথিনী
উ. ঘ) নিশীথিনী
এই শব্দটি সংস্কৃত ‘নিশীথ’ ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ রাত্রি বা গভীর রাত্রি। সঠিক রূপ নিশীথিনী, অর্থাৎ রাত্রিসংক্রান্ত বা রাত্রিজনিত নারী।
-
‘নিশীথ’ শব্দের অর্থ গভীর রাত, এবং এর স্ত্রীলিঙ্গ রূপে ‘নিশীথিনী’ ব্যবহৃত হয়।
-
বাংলায় এই শব্দটি সাধারণত রাত্রি, নিশা বা অন্ধকার সময়ের রমণী অর্থে সাহিত্যিকভাবে ব্যবহৃত হয়।
-
অন্যান্য বিকল্প বানানগুলো (নিশিথিনী, নিশীথীনি, নিশিথীনি) উচ্চারণগত ও ব্যুৎপত্তিগতভাবে ভুল।
-
শুদ্ধ বানান নির্ধারণে সংস্কৃত ব্যুৎপত্তি অনুসরণ করা হয়, যেখানে ‘থ’ ধ্বনি অপরিবর্তিত থাকে এবং দীর্ঘ ‘ঈ’ ধ্বনি সঠিক রূপ নির্দেশ করে।
0
Updated: 1 week ago
'A beggar may sing before a pick-pocket.' এর বাংলা অনুবাদ -
Created: 3 weeks ago
A
ন্যাংটার নেই বাটপাড়ের ভয়।
B
নানা মুনির নানা মত।
C
নাচতে না জানলে উঠোন বাঁকা।
D
ধর্মের ঢাক আপনি বাজে।
‘ন্যাংটার নেই বাটপাড়ের ভয়’ এর ইংরেজি অনুবাদ হলো A beggar may sing before a pick-pocket। এটি বোঝায় যে, যার ভয় নেই বা যার কিছু হারানোর নেই, সে সহজে সাহসী বা নির্ভয়ে আচরণ করতে পারে।
অন্যদিকে—
-
ধর্মের ঢাক আপনি বাজে — Virtue proclaims itself
-
নাচতে না জানলে উঠোন বাঁকা — A bad workman quarrels with his tools
-
নানা মুনির নানা মত — All feet tread not in one shoe
0
Updated: 3 weeks ago
নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত?
Created: 1 month ago
A
কহ্
B
কথ্
C
বুধ্
D
গঠ্
বাংলা ভাষায় ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বা ক্রিয়ামূল বলা হয়। ধাতু হলো সেই মৌলিক অংশ, যা থেকে বিভিন্ন ক্রিয়ার রূপ সৃষ্টি হয়। এটি মূলত তিন প্রকারে বিভক্ত।
-
মৌলিক ধাতু: যেসব ধাতু আর বিশ্লেষণ করা যায় না, সেগুলো মৌলিক ধাতু নামে পরিচিত। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।
উদাহরণ: চল্, পড়, কর্, শো, হ, খা ইত্যাদি।
মৌলিক ধাতু আবার তিন ভাগে বিভক্ত—-
বাংলা ধাতু: যেসব ধাতু সংস্কৃত থেকে সরাসরি আসে নি। উদাহরণ: কাদ্, কাট্, নাচ্, আক্, কহ্, কর্ ইত্যাদি।
-
সংস্কৃত ধাতু: যেগুলো সরাসরি সংস্কৃত থেকে এসেছে। উদাহরণ: কথ্, বুধ্, গঠ্।
-
বিদেশি ধাতু: বিদেশি উৎস থেকে আগত ধাতু।
-
-
সাধিত ধাতু: মৌলিক ধাতুর সঙ্গে উপসর্গ যোগ করে গঠিত ধাতুকে সাধিত ধাতু বলা হয়।
-
যৌগিক সংযোগমূলক ধাতু: দুটি বা ততোধিক ধাতুর মিলনে নতুন ধাতু গঠিত হলে তা যৌগিক সংযোগমূলক ধাতু নামে পরিচিত।
0
Updated: 1 month ago