প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?
A
242
B
232
C
224
D
112
উত্তরের বিবরণ
সমাধান:
প্রথম চিত্রে,
2 - 1 = 1
10 - 6 = 4
6 - 5 = 1
ফলাফল = 141
দ্বিতীয় চিত্রে,
7 - 4 = 3
6 - 2 = 4
8 - 5 = 3
ফলাফল = 343
তৃতীয় চিত্রে,
9 - 8 = 1
5 - 4 = 1
7 - 5 = 2
ফলাফল = 112
0
Updated: 1 month ago
যদি LIGHT = JGEFR হয়, তবে SOUND = ?
Created: 3 weeks ago
A
RNTMC
B
QMSLB
C
PNQKB
D
QMTLC
LIGHT শব্দটিতে,
L = 12, I = 9, G = 7, H = 8, T = 20
এখন,
প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে,
12 - 2 = 10 = J
9 - 2 = 7 = G
7 - 2 = 5 = E
8 - 2 = 6 = F
20 - 2 = 18 = R
সুতরাং, LIGHT = JGEFR
একইভাবে,
S = 19, O = 15, U = 21, N = 14, D = 4
এখন,
প্রতিটি অক্ষর থেকে 2 ধাপ পিছিয়ে,
19 - 2 = 17 = Q
15 - 2 = 13 = M
21 - 2 = 19 = S
14 - 2 = 12 = L
4 - 2 = 2 = B
সুতরাং, SOUND = QMSLB
0
Updated: 3 weeks ago
একটি সঠিক ঘড়িতে সকাল ৯ টা দেখাচ্ছে। যখন ঘড়িটির ঘণ্টার কাঁটা ১৮০ ডিগ্রি ঘুরে তখন ঘড়িতে কয়টা বাজবে?
Created: 1 month ago
A
দুপুর ২ টা ৩০ মিনিট
B
দুপুর ৩ টা
C
দুপুর ৩ টা ২৫ মিনিট
D
দুপুর ৪ টা
সমাধান:
ঘড়িতে ঘণ্টার কাঁটা,
১২ ঘণ্টায় ৩৬০ ডিগ্রি ঘুরে।
সুতরাং, ১ ঘণ্টায় ঘুরে = ৩৬০/১২
=৩০ ডিগ্রি
এখন,
ঘড়িটির কাঁটা ৩০ ডিগ্রি ঘুরে ১ ঘন্টায়
১৮০ ডিগ্রি ঘুরে= ১৮০/৩০
= ৬ ঘণ্টায়
তাহলে, নির্ণেয় সময় সকাল ৯ টা + ৬ ঘণ্টা = দুপুর ৩ টা
0
Updated: 1 month ago
XY দণ্ডটি Y এর দিকে অগ্রসর হলে B গিয়ারটির ঘূর্ণনের দিক কেমন হবে?
Created: 1 month ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
C
যেকোনো দিকে
D
কোনদিকেই ঘুরবে না
সমাধান:
XY দণ্ডটি Y এর দিকে অগ্রসর হলে A গিয়ারটির ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটার দিকে।
B গিয়ারটি A গিয়ারটির সাথে যুক্ত থাকায়,
B গিয়ারটির ঘূর্ণনের দিক হবে A গিয়ারটির বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
0
Updated: 1 month ago