'NUMERICAL' শব্দটির পানিতে প্রতিচ্ছবি নিচের কোনটি?
A
B
C
D
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
Created: 3 weeks ago
A
8
B
5
C
7
D
6
একটি ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1, 2, 3, 4, 5 = 5 টি
দুইটি ঘর নিয়ে ত্রিভুজ আছে - 23 = 1 টি
সুতরাং, মোট ত্রিভুজ আছে = 5 + 1 = 6 টি
0
Updated: 3 weeks ago
রতন তার বাড়ি থেকে রওয়ানা করে 10 কি.মি. পূর্বে যায়। এরপর বামে ঘুরে 6 কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে 5 কি.মি. যায়। এখন বাম দিকে ঘুরে হাঁটলে, কোন দিকে হাঁটবে?
Created: 1 month ago
A
পশ্চিম দিকে
B
উত্তর দিকে
C
পুর্ব দিকে
D
দক্ষিণ দিকে
বাম দিকে ঘুরে হাঁটলে, দক্ষিণ দিকে হাঁটবে।
0
Updated: 1 month ago
২০২৫ সালের পহেলা জানুয়ারি বুধবার হলে ২০২৭ সালের পহেলা জানুয়ারি কী বার হবে?
Created: 1 month ago
A
রবিবার
B
বৃহস্পতিবার
C
শুক্রবার
D
শনিবার
সমাধান:
সাধারণ বছর (অধিবর্ষ নয়) এর প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
অধিবর্ষ হলে বছরের দৈর্ঘ্য ১ দিন বেশি হওয়ায় শেষ দিনটি পরের দিনের সাথে স্থানান্তরিত হয়।
উদাহরণ:
২০২৫ সাল অধিবর্ষ নয়।
২০২৫ সালের ১লা জানুয়ারি: বুধবার
২০২৫ সালের ৩১শে ডিসেম্বর: বুধবার
২০২৬ সাল অধিবর্ষ নয়।
২০২৬ সালের ১লা জানুয়ারি: বৃহস্পতিবার
২০২৬ সালের ৩১শে ডিসেম্বর: বৃহস্পতিবার
২০২৭ সালের ১লা জানুয়ারি: শুক্রবার
0
Updated: 1 month ago