A
15টি
B
16টি
C
17টি
D
14টি
উত্তরের বিবরণ
১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = AFB, FEB, EBC, DEC, DFE এবং AFD = 6টি
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = AEB, FBC, DFC, ADE, DBE এবং ABD= 6 টি
৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ADC এবং ABC= 2টি
৪টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = DBC = 1টি
মোট ত্রিভুজ আছে 6 + 6 + 2 + 1 = 15 টি

0
Updated: 1 day ago
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গমিটার হলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত?
Created: 3 weeks ago
A
৪ মিটার
B
৮ মিটার
C
৪√৩ মিটার
D
১২ মিটার
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গমিটার হলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = ১৬√৩ বর্গমিটার
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)২
প্রশ্নমতে,
(√৩/৪) × (বাহু)২ = ১৬√৩
⇒ (বাহু)২ = (১৬√৩ × ৪)/√৩
⇒ (বাহু)২ = ৬৪
⇒ বাহু = ৮ [ বর্গমূল করে ]

0
Updated: 3 weeks ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 5 days ago
A
8 টি
B
10 টি
C
12 টি
D
14 টি
মানসিক দক্ষতা
ত্রিভুজ (Triangle)
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?

সমাধান:

উপরের চিত্রে একক ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের ভিতরে কোনো বাহু ছেদ করে নি এমন ত্রিভুজ ABC, ADC, ADE, JFG, IJG, IGH অর্থাৎ 6 টি ।
এক বাহু ছেদ করে এমন ত্রিভুজ ACE, AIJ, FIG, GCD অর্থাৎ 4 টি।
দুই বা দুইয়ের অধিক বাহু ছেদ করে এমন ত্রিভুজ ABG, AIG, ACG, FIH অর্থাৎ 4 টি।
∴ মোট ত্রিভুজ = (6 + 4 + 4) টি = 14 টি

0
Updated: 5 days ago