সামিয়ার বয়স ১৬ বছর। তার বয়স তার ভাইয়ের বয়সের ৪গুণ। সামিয়ার বয়স যখন তার ভাইয়ের বয়সের ২গুণ হবে তখন সামিয়ার বয়স কত হবে?
A
২০ বছর
B
২৪ বছর
C
২৫ বছর
D
নির্ণয় করা সম্ভব নয়।
উত্তরের বিবরণ
সমাধান:
সামিয়ার বয়স ১৬ বছর
∴ ভাইয়ের বয়স = ১৬/৪ বছর = ৪ বছর
ধরি,
ক বছর পর সামিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে।
∴ ১৬ + ক = ২(৪ + ক)
বা, ১৬ + ক = ৮ + ২ক
বা, ক = ৮
∴ ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে যখন সামিয়ার বয়স = ১৬ + ৮ = ২৪ বছর হবে।
0
Updated: 1 month ago
A এবং B এর উচ্চতা সমান। C হলো A এর থেকে খাটো। D হলো E এর থেকে খাটো, কিন্তু B এর থেকে লম্বা। সবার মধ্যে লম্বা কে?
Created: 3 weeks ago
A
D
B
C
C
B
D
E
সমাধান:
প্রদত্ত তথ্য থেকে পাই,
1. A এবং B এর উচ্চতা সমান: A = B
2. C হলো A এর থেকে খাটো: A > C
3. D হলো E এর থেকে খাটো, কিন্তু B এর থেকে লম্বা: E > D > B
1, 2 এবং 3 একত্রিত করলে আমরা পাই,
E > D > (A = B) > C
অতএব, E হলো সবথেকে লম্বা।
0
Updated: 3 weeks ago
সিরিজের প্রশ্নবোধক (?) স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
৬, ৪, ৩৬, ২০, ২১৬, ১০০, ?, ৫০০
Created: 1 month ago
A
৮৪০
B
১০২৪
C
৪৯২
D
১২৯৬
সমাধান:
এখানে দুইটি অনুক্রম বিদ্যমান।
প্রথম অনুক্রম: ৬, ৩৬, ২১৬, ১২৯৬
প্রথম অনুক্রমটিতে ৬ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৬
২য় পদ = ৬ × ৬ = ৩৬
৩য় পদ = ৩৬ × ৬ = ২১৬
৪র্থ পদ = ২১৬ × ৬ = ১২৯৬
দ্বিতীয় অনুক্রম:
৪, ২০, ১০০, ?
দ্বিতীয় অনুক্রমটিতে ৫ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
১ম পদ = ৪
২য় পদ = ৪ × ৫ = ২০
৩য় পদ = ২০ × ৫ = ১০০
৪র্থ পদ = ১০০ × ৫ = ৫০০
0
Updated: 1 month ago
SECOND-এর কোড যদি IWYMNX হয় তাহলে AVENUE-এর কোড কী হবে?
Created: 1 month ago
A
AFWNGW
B
ZFWMGM
C
GFKMGM
D
FKGMGM
ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে তার পরের বর্ণটি নিয়ে পাই,
SECOND =
S = H; H এর পরের বর্ণটি ⇒ I
E = V + 1 ⇒ W
C = X + 1 ⇒ Y
O = L + 1 ⇒ M
N = M + 1 ⇒ N
D = W + 1 ⇒ X
∴ AVENUE = AFWNGM
A = Z + 1 ⇒ A
V = E + 1 ⇒ F
E = v + 1 ⇒ W
N = M + 1 ⇒ N
U = F + 1 ⇒ G
E = v + 1 ⇒ W
0
Updated: 1 month ago