দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ন হয়। দুইটি নল খুলে দিয়ে ৬ মিনিট পর ১ম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৬ মিনিট লাগে। দ্বিতীয় নল দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে?
A
১২ মিনিট
B
১৬ মিনিট
C
২৪ মিনিট
D
৩৬ মিনিট
উত্তরের বিবরণ
সমাধান:
দুটি নল একত্রে,
৮ মিনিটে পূর্ণ করে = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ করে = ১/৮ অংশ
∴ ৬ মিনিটে পূর্ণ করে = (১ × ৬)/৮ অংশ
= ৩/৪ অংশ
∴ চৌবাচ্চাটির খালি থাকে = ১ - (৩/৪) অংশ
= (৪ - ৩)/৪ অংশ
= ১/৪ অংশ।
দ্বিতীয় নল দ্বারা,
১/৪ অংশ পূর্ণ হয় = ৬ মিনিটে
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = (৬ × ৪) মিনিটে = ২৪ মিনিটে

0
Updated: 1 day ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 3 weeks ago
A
১২৪
B
৪৮
C
৮৮
D
১৪৪
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম সারির সংখ্যা গুলোর বর্গ সংখ্যা হলো ২য় সারি। ৩য় সারির কোন কাজ নাই।
৬২ = ৩৬
৮২ = ৬৪
১২২ ১৪৪
সুতরাং, প্রশ্নবোধক স্থানে ১৪৪ হবে।

0
Updated: 3 weeks ago
৪০০০ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
Created: 1 week ago
A
২০
B
৮০
C
৪০
D
৬০
প্রশ্ন: ৪০০০ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
সমাধান:
২, ৩, ৪, ৫ এবং ৬ এর লসাগু ৬০
৬০ দ্বারা ৪০০০ কে ভাগ করলে ভাগশেষ ৪০ হয়।
ভাগশেষ ও ভাজকের পার্থক্য নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ - ৪০ = ২০

0
Updated: 1 week ago
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২২ সে.মি. এবং প্রস্থ ১৪ সে.মি. । আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৮ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
Created: 4 days ago
A
১১ সেমি
B
৯ সেমি
C
১৬ সেমি
D
১০ সেমি
সমাধান ব্যাখ্যা:
প্রদত্ত:
-
মূল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সেমি, প্রস্থ সেমি।
১. মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল:
২. নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে সেমি।
ধরি নতুন প্রস্থ = সেমি।
৩. ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে:
উত্তর: নতুন প্রস্থ = ১১ সেমি, যাতে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে।

0
Updated: 4 days ago