একটি ঘড়ি প্রতিদিন ২০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
A
১৮ দিন
B
২৪ দিন
C
৩৬ দিন
D
৪৮ দিন
উত্তরের বিবরণ
সমাধান:
আমরা জানি,
ঘড়ির কাঁটার সম্পূর্ণ ঘন্টা = ১২ ঘন্টা
অর্থাৎ ১২ ঘণ্টা = ১২ × ৬০ মিনিট = ৭২০ মিনিট সময় হারালে ঘড়িটি পুনরায় সঠিক সময় নির্দেশ করবে।
এখন,
২০ মিনিট সময় হারায় = ১ দিনে
∴ ৭২০ মিনিট সময় হারায় = ৭২০/২০ দিনে
= ৩৬ দিনে
অতএব, ঘড়িটি ৩৬ দিন পর সঠিক সময় নির্দেশ করবে।
0
Updated: 1 month ago
একটি শ্রেণিতে 40 জন ছাত্র আছে। তাদের মধ্যে 25 জন ইংরেজি এবং 20 জন বাংলা পড়তে পারে। যদি 10 জন ছাত্র উভয় ভাষাই পড়তে পারে, তবে কতজন ছাত্র ইংরেজি বা বাংলা কোনোটিই পড়তে পারে না?
Created: 3 weeks ago
A
5 জন
B
7 জন
C
4 জন
D
6 জন
সমাধান:
দেওয়া আছে, ∣
ইংরেজি পড়তে পারে, ।E। = 25
বাংলা পড়তে পারে, ।B। = 20
এবং উভয় ভাষাই পড়তে পারে ।E ∩ B। = 10
∴ ইংরেজি অথবা বাংলা পড়তে পারা ছাত্রদের সংখ্যা হলো,
।E ∪ B। = ।E। + ।B। - ।E ∩ B।
= 25 + 20 - 10
= 35
দেওয়া আছে, ∣
ইংরেজি পড়তে পারে, ।E। = 25
বাংলা পড়তে পারে, ।B। = 20
এবং উভয় ভাষাই পড়তে পারে ।E ∩ B। = 10
∴ ইংরেজি অথবা বাংলা পড়তে পারা ছাত্রদের সংখ্যা হলো,
।E ∪ B। = ।E। + ।B। - ।E ∩ B।
= 25 + 20 - 10
= 35
ইংরেজি বা বাংলা কোনোটিই পড়তে পারে না = মোট ছাত্র - (ইংরেজি অথবা বাংলা পড়তে পারা ছাত্রদের সংখ্যা)
= 40 - 35
= 5
সুতরাং, ইংরেজি বা বাংলা কোনোটিই পড়তে না পারা ছাত্রের সংখ্যা = 5 জন
= 5
সুতরাং, ইংরেজি বা বাংলা কোনোটিই পড়তে না পারা ছাত্রের সংখ্যা = 5 জন
0
Updated: 3 weeks ago
একটি বাক্সে ১০টি নীল, ১২টি লাল ও ৮টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তোলা হলে, বলটি কালো হওয়ার সম্ভাবনা কত?
Created: 1 month ago
A
৪/১৫
B
১/৮
C
২/৫
D
১/৩
সমাধান:
দেওয়া আছে,
নীল বল = ১০
লাল বল = ১২
কালো বল = ৮
∴ মোট বল = ১০ + ১২ + ৮ = ৩০
∴ P(কালো হওয়ার সম্ভাবনা) = ৮/৩০ = ৪/১৫
0
Updated: 1 month ago
If you toss a coin twice, what is the probability that you will get heads the second time?
Created: 3 weeks ago
A
30%
B
40%
C
50%
D
60%
Question: If you toss a coin twice, what is the probability that you will get heads the second time?
Solution:
When we toss a coin the sample outcomes are = {HH, HT, TH, TT}
Total number of outcome = 4
Heads in the second time {HH, TH} = 2
∴ Probability that I will get heads the second time = 2/4 = 1/2 = (1 × 100)/2 % = 50%
0
Updated: 3 weeks ago