A
শুক্রবার
B
শনিবার
C
রবিবার
D
সোমবার
উত্তরের বিবরণ
সমাধান:
আগষ্ট মাস = ৩১ দিন
সেপ্টেম্বর মাস = ৩০ দিন
১৯ আগষ্ট থেকে ১ লা অক্টোবর পর্যন্ত মোট দিন, (৩১ - ১৯) + ৩০ + ১ দিন
= (১২ + ৩১) দিন
= ৪৩ দিন
এখন, ৪৩ + ৭ = ভাগফল ৬, ভাগশেষ ১
যেহেতু ভাগশেষ ১ তাহলে ১লা অক্টোবর হবে শুক্রবার + ১ দিন অর্থাৎ, শনিবার।

0
Updated: 1 day ago
1/√3, - 1, √3, ......... ধারটির পঞ্চম পদ কত?
Created: 4 days ago
A
3√3
B
- 9√3
C
9
D
√3
সমাধান ব্যাখ্যা:
প্রদত্ত জ্যামিতিক ধারা:
১. প্রথম পদ:
২. সাধারণ অনুপাত (r):
৩. জ্যামিতিক ধারার n-তম পদ সূত্র:
৪. পঞ্চম পদ (n = 5):
উত্তর: পঞ্চম পদ = 3√3

0
Updated: 4 days ago
(x + 6)2 = x2 + bx + c সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে?
Created: 4 days ago
A
10, 25
B
12, 36
C
3, 10
D
15, 25
সমাধান ব্যাখ্যা:
প্রদত্ত সমীকরণ:
১. বামপাশ প্রসারিত করি:
২. সহগ মিলিয়ে পাই:
অতএব:
উত্তর:

0
Updated: 4 days ago
যদি P(x) = 1 হয়, তাহলে x ঘটনাটি হলো-
Created: 3 weeks ago
A
অসম্ভব ঘটনা
B
স্বাধীন ঘটনা
C
নিশ্চিত ঘটনা
D
অনিশ্চিত ঘটনা
সমাধান:
আমরা জানি,
কোন ঘটনা ঘটার সম্ভাবনা = ঘটনাটির অনুকূল ফলাফল/সমগ্র সম্ভাব্য ফলাফল
∴ কোনো ঘটনা ঘটার সর্বোচ্চ মান ১ এবং সর্বনিম্ন মান ০
অর্থাৎ কোনো ঘটনা যখন অবশ্যই ঘটবে তার মান ১
এবং যখন অবশ্যই ঘটবেনা অর্থাৎ অসম্ভব ঘটনা তার মান ০

0
Updated: 3 weeks ago