কটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ০.২ মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?
A
০.৮ লিটার
B
০.০০৮ লিটার
C
৮ লিটার
D
৪০ লিটার
উত্তরের বিবরণ
সমাধান:
দেওয়া আছে,
চৌবাচ্চার দৈর্ঘ্য = ০.২ মিটার,
চৌবাচ্চার প্রস্থ = ০.২ মিটার এবং
চৌবাচ্চার উচ্চতা = ০.২ মিটার
∴ চৌবাচ্চার আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন একক
= (০.২ × ০.২ × ০.২) ঘনমিটার
= ০.০০৮ ঘনমিটার
∴ চৌবাচ্চাটিতে পানি ধরবে = ০.০০৮ ঘনমিটার
= (০.০০৮ × ১০০০) লিটার
= ৮ লিটার
0
Updated: 1 month ago
একটি শ্রেণির অ্যাসেম্বলিতে ৪২ জন শিক্ষার্থীর মধ্যে রিনার অবস্থান শুরু থেকে ২৬-তম এবং আমিনের অবস্থান রিনার ৮ ধাপ আগে। শেষ থেকে আমিনের অবস্থান কত?
Created: 1 month ago
A
১৯-তম
B
২২-তম
C
২৪-তম
D
২৫-তম
সমাধান:
রিনার অবস্থান শুরু থেকে ২৬-তম এবং আমিনের অবস্থান ৮ ধাপ সামনে।
∴ আমিনের অবস্থান = ২৬ - ৮ = ১৮-তম
আমিনের পেছনে শিক্ষার্থী আছে = ৪২ - ১৮ = ২৪ জন
∴ শেষ থেকে আমিনের অবস্থান = (২৪ + ১) তম = ২৫-তম
0
Updated: 1 month ago
যদি মাসের ২য় দিন সোমবার হয় তাহলে মাসের ১৮ তম দিন কী বার হবে?
Created: 1 month ago
A
রবিবার
B
সোমবার
C
মঙ্গলবার
D
বুধবার
প্রশ্ন: যদি মাসের ২য় দিন সোমবার হয় তাহলে মাসের ১৮ তম দিন কী বার হবে?
সমাধান:
মাসের ২য় দিন সোমবার হলে ,
২ + ৭ = ৯ তম,
৯ + ৭ = ১৬ তম,
১৬ + ৭ = ২৩ তম দিন গুলোও হবে সোমবার।
∴ ১৬ + ২ = ১৮ তম দিন হবে সোমবার + ২ দিন = বুধবার
0
Updated: 1 month ago
বার্ষিক শতকরা 10% হারে 2000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
Created: 1 month ago
A
10.5 টাকা
B
20 টাকা
C
24.5 টাকা
D
40 টাকা
সমাধান ব্যাখ্যা:
প্রদত্ত:
-
মূলধন, টাকা
-
সময়, বছর
-
বার্ষিক সুদের হার,
১. সরল সুদ (Simple Interest):
২. চক্রবৃদ্ধি সুদ (Compound Interest):
চক্রবৃদ্ধি সুদ = টাকা
৩. পার্থক্য:
উত্তর: চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য = 20 টাকা।
0
Updated: 1 month ago