A
opaque
B
illiterate
C
obscure
D
immature
উত্তরের বিবরণ
Famous (বিশেষণ):
-
ইংরেজি অর্থ: বিস্তৃতভাবে পরিচিত বা খ্যাত।
-
বাংলা অর্থ: বিখ্যাত; সুবিদিত।
সমার্থক শব্দ:
Famed, Celebrated, Prominent, Renowned ইত্যাদি।
বিপরীত অর্থের শব্দ:
Unknown, Obscure (অখ্যাত), Anonymous, Insignificant ইত্যাদি।
উল্লেখিত শব্দগুলোর অর্থ:
-
Opaque: আলোকরোধক; অনচ্ছ; ঝাপসা বা অস্পষ্ট।
-
Illiterate: নিরক্ষর; অক্ষরজ্ঞানহীন; অশিক্ষিত।
-
Obscure: (১) অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট; (২) সুপরিচিত নয় এমন বা অখ্যাত।
-
Immature: অপরিপক্ব; অপক্ব; অসম্পূর্ণ বিকাশপ্রাপ্ত।
অর্থাৎ,
Famous শব্দের বিপরীত অর্থের শব্দ হলো Obscure।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমির এক্সেসিবল ডিকশনারি
২. Merriam-Webster Dictionary

0
Updated: 2 months ago
The antonym of ‘indifference’ is -
Created: 2 months ago
A
Ardour
B
Compassion
C
Anxiety
D
Concern
Indifference (Adjective)
English Meaning: Lack of interest, concern, or sympathy.
Bangla Meaning: ঔদাসীন্য; উদাসীনতা; অনীহা; নিঃস্পৃহতা; বিতৃষ্ণা; বৈরাগ্য।
• অপশনভুক্ত শব্দগুলোর অর্থঃ
ক) Ardour (Countable noun, Uncountable noun)
English Meaning: Great enthusiasm or passion.
Bangla Meaning: উষ্ণ আবেগ; আকুলতা; উৎসাহ।
খ) Compassion (noun) [Uncountable noun]
English Meaning: Sympathetic pity and concern for the sufferings or misfortunes of others.
Bangla Meaning: করুণা; সমবেদনা।
গ) Anxiety (Uncountable noun)
English Meaning: A feeling of worry, nervousness, or unease about something with an uncertain outcome.
Bangla Meaning: ভবিষ্যৎ সম্পর্কে ভয় ও অনিশ্চয়তা; উদ্বেগ; দুশ্চিন্তা।
ঘ) Concern (noun) [Countable noun]
English Meaning: A feeling of worry or interest about something important.
Bangla Meaning: কোনো বিষয় সম্পর্কে আগ্রহ বা উদ্বেগ; যা কাউকে ভাবায় বা গুরুত্বপূর্ণ মনে হয়।
• উপরোক্ত শব্দগুলোর অর্থ বিশ্লেষণ করে বোঝা যায়, “Concern” (ঘ অপশন) শব্দটি Indifference-এর সবচেয়ে সঠিক বিপরীতার্থক শব্দ, কারণ এটি কোনো কিছুর প্রতি সক্রিয় আগ্রহ ও গুরুত্ব প্রদর্শন করে, যা উদাসীনতার সম্পূর্ণ বিপরীত।
Source:
-
Oxford Learner's Dictionary
-
অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)

0
Updated: 2 months ago
A fantasy is-
Created: 2 months ago
A
An imaginary story
B
A funny film
C
A history
D
A real life event
• Fantasy হলো একটি কল্পিত বা অলীক কাহিনি।
• Fantasy (noun)
ইংরেজি অর্থ: অসম্ভব বা অপ্রত্যাশিত কিছু কল্পনা করার ক্ষমতা বা তা করার কার্যকলাপ।
বাংলা অর্থ: অলীক বা বাঁধনহারা কল্পনা।
সমার্থক শব্দ: imagination, creativity, fancy, invention, originality, vision
উদাহরণ বাক্য: তাঁর গবেষণা এখন কল্পনার জগতে প্রবেশ করেছে।
তথ্যসূত্র: অক্সফোর্ড অভিধান, বাংলা একাডেমি অভিধান

0
Updated: 2 months ago
Antonym of ample is-
Created: 2 months ago
A
Extensive
B
Limited
C
Sufferness
D
Abundant
আসছে

0
Updated: 2 months ago