What is the antonym of 'famous'?
A
opaque
B
illiterate
C
obscure
D
immature
উত্তরের বিবরণ
Famous (বিশেষণ):
-
ইংরেজি অর্থ: বিস্তৃতভাবে পরিচিত বা খ্যাত।
-
বাংলা অর্থ: বিখ্যাত; সুবিদিত।
সমার্থক শব্দ:
Famed, Celebrated, Prominent, Renowned ইত্যাদি।
বিপরীত অর্থের শব্দ:
Unknown, Obscure (অখ্যাত), Anonymous, Insignificant ইত্যাদি।
উল্লেখিত শব্দগুলোর অর্থ:
-
Opaque: আলোকরোধক; অনচ্ছ; ঝাপসা বা অস্পষ্ট।
-
Illiterate: নিরক্ষর; অক্ষরজ্ঞানহীন; অশিক্ষিত।
-
Obscure: (১) অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট; (২) সুপরিচিত নয় এমন বা অখ্যাত।
-
Immature: অপরিপক্ব; অপক্ব; অসম্পূর্ণ বিকাশপ্রাপ্ত।
অর্থাৎ,
Famous শব্দের বিপরীত অর্থের শব্দ হলো Obscure।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমির এক্সেসিবল ডিকশনারি
২. Merriam-Webster Dictionary

0
Updated: 3 months ago
Which is the antonym of “skeptical”?
Created: 3 days ago
A
Cautious
B
Emission
C
Credulous
D
Torison
• সঠিক উত্তর: গ) credulous.
• Skeptical
- Bangla Meaning: সন্দেহপ্রবণ।
- English Meaning: as in suspicious.
গ) Credulous
- Bangla Meaning: সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ।
- English Meaning: ready to believe especially on slight or uncertain evidence.
Other options:
ক) Cautious
- Bangla Meaning: সতর্ক।
- English Meaning: careful about avoiding danger or risk.
খ) Emission
- Bangla Meaning: প্রেরণ; নিক্ষেপ; নির্গতকরণ।
- English Meaning: an act or instance of emitting : emanation.
ঘ) Torsion
- Bangla Meaning: পাকানো অথবা পাকানোর প্রক্রিয়া।
- English Meaning: the twisting of a bodily organ or part on its own axis.

0
Updated: 3 days ago
The antonym of “Tractable” is –
Created: 2 weeks ago
A
Obedient
B
Stubborn
C
Nervous
D
Compliant
Tractable (adjective)
English Meaning: Easily dealt with, controlled, or persuaded.
Bangla Meaning: সহজে নিয়ন্ত্রণযোগ্য।
Options:
ক) Obedient – আজ্ঞানুবর্তী; বাধ্য
খ) Stubborn – একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য
গ) Nervous – উত্তেজনাপূর্ণ; আতপ্ত
ঘ) Compliant – অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র
Antonym: Stubborn
Source: Accessible Dictionary

0
Updated: 2 weeks ago
The sky was described as opalescent.
Which word would be antonym of the word "opalescent" in a literary sense?
Created: 1 week ago
A
Shimmering
B
Somber
C
Radiant
D
Glimmering
The opposite of 'Opalescent' is Somber.
Opalescent (adjective)
English Meaning: showing a play of lustrous rainbow-like colors, shimmering with soft and changing hues.
Bangla Meaning: দ্যুতিময়; নানা রঙের ঝলকানো সৌন্দর্যে ভরা।
অপশন আলোচনা:
Somber – অন্ধকারাচ্ছন্ন; মলিন; বিষণ্ণ। (এটি Opalescent-এর বিপরীতার্থক, কারণ একদিকে উজ্জ্বল ও রঙিন দীপ্তি, অন্যদিকে অন্ধকার ও বিষণ্ণতা প্রকাশ করে।)
Shimmering – হালকা ঝিলমিল করা; উজ্জ্বল আলোয় দীপ্ত। (Opalescent-এর কাছাকাছি অর্থে ব্যবহৃত।)
Radiant – জাজ্বল্যমান; দীপ্তিময়। (এটিও সমার্থক অর্থ বহন করে।)
Glimmering – ক্ষীণ আলোতে ঝিলমিল করা। (Opalescent-এর সঙ্গে সম্পর্কিত অর্থে ব্যবহৃত, তবে তুলনামূলক দুর্বল দীপ্তি প্রকাশ করে।)
Sources:
-
Merriam-Webster
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 week ago