A
রবিবার
B
বৃহস্পতিবার
C
শুক্রবার
D
শনিবার
উত্তরের বিবরণ
সমাধান:
সাধারণ বছর (অধিবর্ষ নয়) এর প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
অধিবর্ষ হলে বছরের দৈর্ঘ্য ১ দিন বেশি হওয়ায় শেষ দিনটি পরের দিনের সাথে স্থানান্তরিত হয়।
উদাহরণ:
২০২৫ সাল অধিবর্ষ নয়।
২০২৫ সালের ১লা জানুয়ারি: বুধবার
২০২৫ সালের ৩১শে ডিসেম্বর: বুধবার
২০২৬ সাল অধিবর্ষ নয়।
২০২৬ সালের ১লা জানুয়ারি: বৃহস্পতিবার
২০২৬ সালের ৩১শে ডিসেম্বর: বৃহস্পতিবার
২০২৭ সালের ১লা জানুয়ারি: শুক্রবার

0
Updated: 1 day ago
সামিয়ার বয়স ১৬ বছর। তার বয়স তার ভাইয়ের বয়সের ৪গুণ। সামিয়ার বয়স যখন তার ভাইয়ের বয়সের ২গুণ হবে তখন সামিয়ার বয়স কত হবে?
Created: 1 day ago
A
২০ বছর
B
২৪ বছর
C
২৫ বছর
D
নির্ণয় করা সম্ভব নয়।
সমাধান:
সামিয়ার বয়স ১৬ বছর
∴ ভাইয়ের বয়স = ১৬/৪ বছর = ৪ বছর
ধরি,
ক বছর পর সামিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে।
∴ ১৬ + ক = ২(৪ + ক)
বা, ১৬ + ক = ৮ + ২ক
বা, ক = ৮
∴ ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে যখন সামিয়ার বয়স = ১৬ + ৮ = ২৪ বছর হবে।

0
Updated: 1 day ago
প্রদত্ত সিরিজের পরবর্তী চিত্র কোনটি হবে?
Created: 1 day ago
A
2
B
3
C
4
D
1
সমাধান:
উপরে প্রদত্ত চিত্রগুলির ভিত্তিতে আমরা পাই,
প্রতিটি পরবর্তী চিত্রে তিনটি ছোট স্কোয়ার অ্যান্টিক্লকওয়াইজ দিক দিয়ে চলে যায়।
তাহলে, চিত্র (4) প্রশ্ন চিত্রে ? এর স্থানে আসবে।

0
Updated: 1 day ago
SECOND-এর কোড যদি IWYMNX হয় তাহলে AVENUE-এর কোড কী হবে?
Created: 1 day ago
A
AFWNGW
B
ZFWMGM
C
GFKMGM
D
FKGMGM
ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে তার পরের বর্ণটি নিয়ে পাই,
SECOND =
S = H; H এর পরের বর্ণটি ⇒ I
E = V + 1 ⇒ W
C = X + 1 ⇒ Y
O = L + 1 ⇒ M
N = M + 1 ⇒ N
D = W + 1 ⇒ X
∴ AVENUE = AFWNGM
A = Z + 1 ⇒ A
V = E + 1 ⇒ F
E = v + 1 ⇒ W
N = M + 1 ⇒ N
U = F + 1 ⇒ G
E = v + 1 ⇒ W

0
Updated: 1 day ago