যদি ৮ জন পুরুষ বা ১২ জন কিশোর একটি রাস্তা তৈরি করতে ২০ দিন সময় নেয়, তবে ১০ জন পুরুষ এবং ১৫ জন কিশোর ঐ রাস্তাটি কত দিনে তৈরি করতে পারবে?
A
১২ দিনে
B
১০ দিনে
C
৮ দিনে
D
৬ দিনে
উত্তরের বিবরণ
সমাধান:
১২ জন কিশোর = ৮ জন পুরুষ
১ জন কিশোর = ৮/১২ = ২/৩ জন পুরুষ
১৫ জন কিশোর = (২/৩) × ১৫ = ১০ জন পুরুষ
∴ ১০ জন পুরুষ এবং ১৫ জন কিশোর = (১০ + ১০) = ২০ জন পুরুষ
এখন,
৮ জন পুরুষ কাজটি করে = ২০ দিনে
১ জন পুরুষ কাজটি করে = ৮ × ২০ দিনে
২০ জন পুরুষ কাজটি করে = (৮ × ২০)/২০ দিনে
= ৮ দিনে

0
Updated: 1 day ago
A, K-এর ভাই এবং D, B-এর মা। যদি E, A-এর বাবা হয় এবং B, E-এর কন্যা হয় তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য নয়?
Created: 3 weeks ago
A
B হলো K-এর বোন
B
A হলো B-এর মামা
C
A হলো D-এর ছেলে
D
D হলো E-এর স্ত্রী
প্রশ্ন: A, K-এর ভাই এবং D, B-এর মা। যদি E, A-এর বাবা হয় এবং B, E-এর কন্যা হয় তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য নয়?
সমাধান:
অসত্য তথ্যটি হলো - (খ) A হলো B-এর মামা।
A, K-এর ভাই এবং D, B-এর মা।
আবার ,
E, A-এর বাবা এবং B, E-এর কন্যা
A, K এবং B পরস্পর ভাইবোন।
E ও D হলেন A, K ও B এর পিতা-মাতা।
অর্থাৎ B হলো K-এর বোন
A হলো B-ভাই
A হলো D-এর ছেলে
D হলো E-এর স্ত্রী

0
Updated: 3 weeks ago