What is the synonym of 'incredible'?
A
Unbelievable
B
Unthinkable
C
Unlikely
D
Unthinking
উত্তরের বিবরণ
The synonym of `incredible' is unbelievable.
Incredible (adjective) — অবিশ্বাস্য; অশ্রদ্ধেয়
-
Synonym of incredible: Unbelievable (adjective) — অবিশ্বাস্য
অন্যান্য শব্দের অর্থ:
-
Unlikely (adjective) — অসম্ভাবনীয়; অসম্ভাবিত; অঘটনীয়
-
Unthinkable (adjective) — অচিন্তনীয়; অবিবেচ্য
-
Unthinking (adjective) — চিন্তাশূন্য; বিবেচ্যহীন; অপরিণামদর্শী; অসতর্ক
সূত্র:
১. অ্যাকসেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি
২. ক্যামব্রিজ ডিকশনারি

0
Updated: 3 months ago
Omnipotent-
Created: 1 month ago
A
Feeble
B
Supreme
C
Impotent
D
Vulnerable
• Omnipotent (adjective)
- সর্বশক্তিমান।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Feeble (adjective)
- দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
খ) Supreme (adjective)
- সর্বপ্রধান; সর্বোচ্চ; পরম; পারমিক।
গ) Impotent (adjective)
- অক্ষম, নিবীর্য; অশক্ত; অসমর্থ; (পুরুষ) নপুংসক; ক্লীব; পুরুষত্বহীন; ভগ্নধ্বজ।
ঘ) Vulnerable (adjective)
- ক্ষতিগ্রস্ত হতে পারে এমন; আক্রম্য; অরক্ষিত।
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Supreme শব্দটি Omnipotent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
A synonym of skillful is:
Created: 6 days ago
A
Inept
B
Spirited
C
Splendid
D
Adroitle
Skillful হলো একটি বিশেষণ যা বোঝায় যে কেউ কোনো কাজ দক্ষতার সাথে করতে সক্ষম এবং অভিজ্ঞ।
-
অর্থ:
-
ইংরেজিতে: Having the ability and experience to do something well.
-
বাংলায়: দক্ষ; পারদর্শী; কুশলী।
-
-
সমার্থক শব্দ (Synonyms):
-
Adept – সুদক্ষ; কুশলী
-
Proficient – দক্ষ; নিপুণ; পারদর্শী
-
Adroit – দক্ষ; নিপুণ; কুশলী; উদ্ভাবনকুশল; কর্মকুশল
-
-
বিপরীত শব্দ (Antonyms):
-
Inept – অপটু; অযোগ্য; অসময়োচিত
-
Clumsy – আনাড়ি; বেমানান; অপটু
-
Incompetent – অযোগ্য; যোগ্যতাহীন; অনুপযুক্ত; অনধিকারী
-
-
অতিরিক্ত শব্দসমূহ:
-
Spirited (adjective): সজীব; সতেজ; প্রাণবন্ত; সাহসী
-
Splendid (adjective): জমকালো; চমৎকার; উজ্জ্বল এবং উৎকৃষ্ট
-

0
Updated: 6 days ago
Choose the synonym of “Alleviate”:
Created: 1 month ago
A
Intensify
B
Magnify
C
Reduce
D
Complicate
Correct Answer
গ) Reduce ✅
Explanation:
-
Alleviate (Verb)
-
Bangla Meaning: লাঘব করা, উপশম করা।
-
English Meaning: relieve, lessen.
-
-
Reduce
-
Bangla Meaning: কমানো, হ্রাস করা।
-
English Meaning: to diminish in size, amount, extent, or number.
-
Other Options
ক) Intensify → তীব্রতর বা অধিক গাঢ়তর করা।
খ) Magnify → অতিরঞ্জিত করা; গুরুত্ব বা তীব্রতা বৃদ্ধি করা।
ঘ) Complicate → জটিল বা কঠিন করা।
Source: Accessible Dictionary, Merriam-Webster Dictionary, Cambridge Dictionary

0
Updated: 1 month ago