A
Purification of emotions through pity and fear
B
Logical arrangement of events in a tragedy
C
Use of rhyme and rhythm in poetry
D
Combination of comic and tragic elements
উত্তরের বিবরণ
Catharsis হলো Aristotle-এর Poetics-এ ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ধারণা। তিনি বলেন, Tragedy দর্শকের মনে pity (করুণা) এবং fear (ভয়) জাগিয়ে তোলে, এবং এর মাধ্যমে আবেগের শুদ্ধি বা মুক্তি ঘটে— একেই Catharsis বলা হয়। Sophocles-এর Oedipus Rex-এ Oedipus-এর পতন দর্শককে করুণায় ভরিয়ে দেয়, আবার নিজের ভাগ্যের ভয় দেখায়। Shakespeare-এর Hamlet বা Macbeth-এও দর্শক একই অভিজ্ঞতা লাভ করে। Catharsis দর্শকের মানসিক ভারমুক্তি আনে এবং নাটক দেখার অভিজ্ঞতাকে গভীর করে। এটি Tragedy-এর একটি মৌলিক উদ্দেশ্য।

0
Updated: 1 day ago
What quality does Sidney value most in poetry?
Created: 3 months ago
A
Historical truth
B
Logical argument
C
Creative imagination
D
Rhyme scheme
Sidney সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কবিতার সৃজনশীল কল্পনাশক্তিকে। তিনি বলেন, কবিতা কেবল বাস্তবতা বা ইতিহাসের সত্যি কথা বলা নয়, বরং কল্পনা দিয়ে সুন্দর ও আদর্শ জগত তৈরি করা। কবিরা কল্পনা ব্যবহার করে সাহসী, বুদ্ধিমান ও বিশ্বস্ত চরিত্র সৃষ্টি করেন। এই সৃজনশীলতা কবিতাকে বিশেষ ও শক্তিশালী করে তোলে। Sidney বলেন, কবিতা শুধুমাত্র ছড়া বা তালের খেলা নয়, বরং এটি সৃজনশীল চিন্তার মাধ্যমে মানুষের হৃদয় স্পর্শ করে। তাই তিনি সৃজনশীল কল্পনাশক্তিকেই কবিতার সবচেয়ে বড় গুণ মনে করেন।

0
Updated: 3 months ago
If they ______ (leave) earlier, they would have caught the train.
Created: 2 days ago
A
leave
B
left
C
had left
D
have left
Complete sentence:
If they had left earlier, they would have caught the train.
Explanation:
-
This is a 3rd Conditional sentence.
-
3rd Conditional Structure:
-
If clause → If + Past Perfect (had + V3)
-
Main clause → would/could/might + have + V3
-
-
It expresses a hypothetical situation in the past that did not happen.
Examples:
-
If he had studied harder, he would have passed the exam.
-
If they had left earlier, they would have caught the train.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

0
Updated: 2 days ago
The Pilgrim's Progress is written by -
Created: 2 days ago
A
Samuel Butler
B
William Congreve
C
John Bunyan
D
Alexander Pope
The Pilgrim's Progress
-
রচনা: John Bunyan, 1678
-
ধরন: Religious allegory prose
-
সময়কাল: Neoclassical Period
-
বিষয়: জীবনের ধ্বংস ও নৈতিক যাত্রার প্রতীকী কাহিনি, Puritan religious outlook প্রকাশ
-
জনপ্রিয়তা: বাইবেলের পর জনপ্রিয়তম Christian allegory
John Bunyan
-
জন্ম: 1628
-
Restoration period-এর English minister, preacher, author
Notable Works
-
The Pilgrim’s Progress, Grace Abounding, The Holy War, The Life and Death of Mr. Badman

0
Updated: 2 days ago