A
“Water, water everywhere, nor any drop to drink.”
B
“Life is but a walking shadow.”
C
“Time is a thief.”
D
“He passed away.”
উত্তরের বিবরণ
Irony হলো এমন একটি সাহিত্যিক কৌশল যেখানে কথার আক্ষরিক অর্থের বিপরীতে প্রকৃত অর্থ লুকিয়ে থাকে। উদাহরণস্বরূপ, Coleridge-এর The Rime of the Ancient Mariner-এ বলা হয়েছে— “Water, water everywhere, nor any drop to drink।” এখানে irony হলো চারপাশে জল থাকা সত্ত্বেও পান করার মতো কোনো জল নেই।
Irony তিন রকম— Verbal Irony (কথার আক্ষরিক অর্থের বিপরীত অর্থ বোঝানো), Dramatic Irony (পাঠক কোনো তথ্য জানে, কিন্তু চরিত্র জানে না), এবং Situational Irony (ঘটনার ফলাফল প্রত্যাশার বিপরীত হওয়া)। Shakespeare-এর নাটকে Dramatic Irony প্রচুর ব্যবহৃত হয়েছে। Irony সাহিত্যে ব্যঙ্গ, বিস্ময় এবং গভীরতা সৃষ্টি করে।

0
Updated: 1 day ago
"Big Brother is watching you" - Who quoted it?
Created: 3 weeks ago
A
William Shakespeare
B
John Milton
C
Thomas Hardy
D
George Orwell
“Big Brother is watching you” উক্তিটি এসেছে George Orwell-এর উপন্যাস Nineteen Eighty-Four (১৯৪৯) থেকে। এতে Oceania নামক কর্তৃত্ববাদী রাষ্ট্রে সরকারের সর্বক্ষণ নজরদারি, মুক্তচিন্তার দমন ও ব্যক্তিগত স্বাধীনতার অভাব দেখানো হয়েছে। “Big Brother” হলো সেই সর্বশক্তিমান শাসকের প্রতীক। মূল চরিত্র Winston Smith ইতিহাস বিকৃতির কাজে যুক্ত হলেও পরে Julia-র সঙ্গে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু শেষ পর্যন্ত Thought Criminal হিসেবে ধরা পড়ে।
গুরুত্বপূর্ণ পরিভাষা: Newspeak, Big Brother, Thought Police।
George Orwell (আসল নাম Eric Arthur Blair) ব্রিটিশ লেখক, জন্ম ব্রিটিশ ভারতে। বিখ্যাত রচনা—Animal Farm, Nineteen Eighty-Four, Burmese Days, Coming up for Air, Shooting an Elephant, A Hanging।
উত্তর: ঘ) George Orwell

0
Updated: 3 weeks ago
I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal.
Created: 1 month ago
A
desire
B
hope
C
dream
D
Wish
প্রশ্নোক্ত
বাক্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণদের অধিকার আদায় আন্দোলনের নেতা Martin
Luther King-এর বিখ্যাত বক্তৃতা 'I have a dream' থেকে সরাসরি উদ্ধৃত। ২৮ আগস্ট ১৯৬৩
সালে ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে প্রদত্ত এক বক্তৃতায় তিনি এ উক্তিটি করেন।

0
Updated: 1 month ago
'Captain Ahab' is a character from -
Created: 2 days ago
A
The Rime of the Ancient Mariner
B
Robinson Crusoe
C
Moby Dick
D
Old Man and The Sea
Moby Dick
-
লেখক: Herman Melville
-
প্রথম প্রকাশ: 1851, মূলত The Whale নামে
-
উৎসর্গ: Nathaniel Hawthorne
-
বিষয়: তিমি শিকার ও মানুষের আবেগ, প্রতিশোধ ও অবসেশন
Summary:
-
প্রধান চরিত্র:
-
Captain Ahab – এক-পা হারানো জাহাজের অধিনায়ক, Moby Dick তিমি শিকার করতে বদ্ধপরিকর
-
Ishmael – ন্যারেটর
-
Queequeg, Starbuck, Peleg, Bildad (Pequod জাহাজের মালিক)
-
-
গল্পের কেন্দ্র: Moby Dick নামক white giant whale
-
Ahab-এর আবেগপ্রবণ শিকার তার নিজস্ব মৃত্যু এবং প্রায় সব ক্রুদের মৃত্যুর কারণ হয়
-
শেষমেশ, white whale মারা যায় না
Herman Melville
-
American novelist, short story writer, poet
-
সমুদ্রভিত্তিক উপন্যাসের জন্য পরিচিত
Famous Novels:
-
Moby Dick
-
White Jacket
-
Bartleby, the Scrivener

0
Updated: 2 days ago