A
The Iliad – Homer
B
Ode to a Nightingale – John Keats
C
The Rime of the Ancient Mariner – Coleridge
D
Arms and the Man – Shaw
উত্তরের বিবরণ
Lyric হলো ছোট আকারের এমন কবিতা যেখানে কবির ব্যক্তিগত অনুভূতি, চিন্তা ও আবেগ প্রকাশ পায়। সাধারণত এটি গানধর্মী হয়, সুন্দর শব্দচয়ন এবং ছন্দ থাকে। Lyric কবিতার ধরণগুলো হলো— Sonnet, Ode, Elegy, Haiku। John Keats-এর Ode to a Nightingale একটি বিখ্যাত Lyric, যেখানে তিনি একটি পাখির গান শুনে সৌন্দর্য, মৃত্যু এবং চিরন্তন সুখ নিয়ে ভাবনা প্রকাশ করেছেন। Wordsworth-এর The Solitary Reaper বা Shelley-এর To a Skylark ও Lyric-এর উদাহরণ। Lyric কবিতা পাঠককে কবির হৃদয়ের ভেতরে নিয়ে যায়, যেখানে প্রকৃতি, প্রেম, দুঃখ ও আনন্দ প্রকাশিত হয়।

1
Updated: 1 day ago
What role does imagination play in Keats’s plan for Psyche?
Created: 1 week ago
A
It creates a palace of gold
B
It serves as a priest and temple
C
It destroys old gods
D
It hides pain of death
কিটস বলেন, তিনি নিজের কল্পনাকে পুরোহিত হিসেবে ব্যবহার করবেন। তাঁর মন হবে সাইকি দেবীর মন্দির। এখানে ফুল, নদী, পাখি, আলো—সবকিছু কল্পনা দ্বারা সৃষ্টি হবে। কল্পনার শক্তিকে তিনি পূজা ও আরাধনার রূপ দেন।

0
Updated: 1 week ago
What universal truth does the urn finally declare?
Created: 1 week ago
A
“Beauty is truth, truth beauty,—that is all”
B
“Love is life, and life is short”
C
“Art is eternal, men are mortal”
D
“Time shall conquer all beauty”
কবিতার শেষ লাইনে কিটস শিল্পের অমর দার্শনিক বাণী তুলে ধরেন। সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য—এই দ্বৈততা মানুষকে শান্তি দেয়। এটি মানবজীবনের ক্ষণস্থায়ীত্ব ও শিল্পের অমরত্বের মধ্যে সমন্বয় ঘটায়।

0
Updated: 1 week ago
What famous line concludes the ode?
Created: 1 week ago
A
“Love is eternal, life is fleeting”
B
“Truth is power, and beauty is glory”
C
“Beauty is truth, truth beauty,—that is all”
D
“Time shall destroy, but art shall remain”
শেষ লাইনে কিটস শিল্প ও জীবনের মূল দর্শন প্রকাশ করেছেন। সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য—এই দ্বৈততা মানুষকে শান্তি দেয়। এটি রোমান্টিক যুগের এক অমর উক্তি, যা আর্ন ও শিল্পের চিরন্তন বার্তা।

0
Updated: 1 week ago