A
Use of supernatural elements
B
Invocation to a Muse
C
Long narrative with heroic adventures
D
All of the above
উত্তরের বিবরণ
Epic-এর বৈশিষ্ট্য অনেকগুলো। প্রথমত, এটি দীর্ঘ narrative poem, যেখানে একজন নায়ক বা বীরের অভিযান বর্ণিত হয়। দ্বিতীয়ত, Epic সাধারণত Invocation to a Muse দিয়ে শুরু হয়, যেমন Homer-এর Iliad বা Milton-এর Paradise Lost। তৃতীয়ত, এতে supernatural elements থাকে— দেবতা, ভূত, দানব, ভবিষ্যদ্বাণী ইত্যাদি। উদাহরণস্বরূপ, Odyssey-তে দেবতাদের হস্তক্ষেপ দেখা যায়, আর Paradise Lost-এ শয়তান ও ঈশ্বরের ভূমিকা। এছাড়া Epic সাধারণত উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করে এবং জাতির গৌরব, যুদ্ধ ও নৈতিকতা প্রতিফলিত করে। তাই Epic-এর বৈশিষ্ট্য একাধিক, এবং সঠিক উত্তর হলো “All of the above।”

0
Updated: 1 day ago
Who is the heroine of 'The Faerie Queene'?
Created: 5 months ago
A
Portia
B
Una
C
Viola
D
Miranda
English
Allegory
Edmund Spenser(1552-1599)
Epic
The Elizabethan Period (1558-1603)
ইংরেজি সাহিত্যে বিখ্যাত মহাকাব্য (Epics)
No subjects available.
"The Faerie Queene" কবিতায় উনা (Una) হলো প্রধান নায়িকা।
The Faerie Queene:
- এটি রচনা করেন Edmund Spenser, তিনি Elizabethan period এর একজন লেখক, তাই এটি Elizabethan period এর রচিত।
- 1590 সালে এর প্রথম installment টি প্রকাশিত হয়।
- এটি একটি religious-moral-political allegory.
- এই মহাকাব্যের নায়ক Red Cross Knight.
- এর নায়িকা Una.
- এ মহাকাব্যের মূল বিষয়বস্তু হলো Patriotism.
Edmund Spenser:
- তিনি একজন English poet.
- তার long allegorical poem, 'The Faerie Queene' is one of the greatest in English literature.
Notable work:
- A View of the Present State of Ireland,
- Amoretti,
- Colin Clouts Come Home Again,
- Complaints,
- The Faerie Queene,
- The Shepheard's Calender.
Source: Britannica.

0
Updated: 5 months ago