A
The Importance of Being Earnest – Wilde
B
Oedipus Rex – Sophocles
C
Waiting for Godot – Beckett
D
Arms and the Man – Shaw
উত্তরের বিবরণ
Tragedy হলো এমন নাটক যেখানে মানবজীবনের দুঃখ-কষ্ট, ভাগ্যের নির্মমতা ও নৈতিক দ্বন্দ্ব প্রকাশ পায় এবং সাধারণত করুণ সমাপ্তি হয়। Aristotle Oedipus Rex-কে Tragedy-এর শ্রেষ্ঠ উদাহরণ বলেছেন। এতে Oedipus নিজের অজান্তেই বাবাকে হত্যা করে এবং মাকে বিয়ে করে, যা তার পতন ডেকে আনে। এখানে দর্শক pity ও fear অনুভব করে এবং Catharsis-এর মাধ্যমে আবেগ মুক্ত হয়। Shakespeare-এর Hamlet, Macbeth, King Lear এবং Miller-এর Death of a Salesman আধুনিক যুগের Tragedy। Tragedy-তে সাধারণত hero-এর একটি tragic flaw (Hamartia) থাকে যা তার পতনের কারণ হয়। তাই Oedipus Rex হলো Tragedy-এর প্রকৃষ্ট উদাহরণ।

0
Updated: 1 day ago
Which daughter truly loves Lear?
Created: 1 month ago
A
Goneril
B
Regan
C
Cordelia
D
Ophelia
Cordelia-ই হলেন সেই কন্যা যিনি প্রকৃতভাবে রাজা লিয়ারকে ভালোবাসতেন।
-
নাটক "King Lear"-এ রাজা লিয়ার তাঁর তিন কন্যার মধ্যে উত্তরাধিকার ভাগ করে দিতে চান এই শর্তে যে, কে তাকে কতটা ভালোবাসে তা প্রকাশ করবে।
-
Goneril ও Regan চাটুকারিতাপূর্ণ ও মিথ্যা ভালোবাসার কথা বলে রাজাকে প্রভাবিত করে।
-
কিন্তু Cordelia সত্যবাদী ও সংযত স্বভাবের ছিলেন। তিনি বলেন,
"I love your majesty according to my bond; no more nor less."
অর্থাৎ, তিনি পিতার প্রতি তাঁর কন্যার দায়িত্ববোধ অনুযায়ী ভালোবাসেন – এর বেশি বা কম নয়।
Lear তার কথায় রাগ করে তাকে ত্যাগ করেন। কিন্তু নাটকের শেষভাগে দেখা যায়, বিপদের সময় Cordelia-ই ফিরে এসে রাজা লিয়ারকে উদ্ধার করতে চান, যা প্রমাণ করে যে তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও আন্তরিক।
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
-
Goneril ও Regan: কৃত্রিম ভালোবাসা দেখিয়ে তারা রাজ্যের একাংশ দখল করে নেয় এবং পরবর্তীতে লিয়ারের প্রতি নিষ্ঠুরতা দেখায়।
-
Ophelia: তিনি Hamlet নাটকের চরিত্র, King Lear-এ নয়। সুতরাং প্রাসঙ্গিক নন।
সারাংশ: Cordelia একমাত্র কন্যা যিনি রাজা লিয়ারকে সত্যিকারের ভালোবাসতেন – বিনা স্বার্থে, বিনা ভানেভণিতে।

1
Updated: 1 month ago
The play 'Arms and the Man' is by-
Created: 1 month ago
A
James Joyce
B
Samuel Beckett
C
Arthur Miller
D
George Bernard Shaw
Arms and the Man is a Famous comedy drama written by George Bernard Shaw.
১৮৮৫ সালে Surbo-Bulgarian War এর প্রেক্ষাপটে রচিত হয়েছে নাটকটি।
এই drama এর title টি সরাসরি Roman Poet Virgil এর Aeneid এর প্রথম লাইন থেকে নেয়া যেখানে যুদ্ধকে glorify করা হয়েছে।
তেমনি ভাবে Arms and the Man drama টিতে, indirectly Serbo-Bulgarian war এর প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়।
• Arms and the Man এর গুরুত্বপূর্ন চরিত্র সমূহ -
- Raina Petkoff (female protagonist),
- Captain Bluntschli (male protagonist),
- Major Siergius Saranoff (antagonist),
- Major Paul Petkoff (father),
- Catherine Petkoff (mother),
- Louka (maid),
- Nicola (male servant), etc.
• G. B. Shaw (1856-1950):
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' এর নাট্যকার।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।
- He was famous for his 'drama of ideas'.
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play)
- Major Barbara (Social satire)
- Mrs. Warren's Profession;(play)
- Arms and the Man (Romantic comedy)
- Caesar and Cleopatra; (play/tragedy)
- Man and Superman; (Comedy play)
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue)
- St. Joan of Arc etc.
Source: Britannica and Live MCQ Lecture.

0
Updated: 1 month ago
What happens to Lear at the end of the play?
Created: 1 month ago
A
He becomes king again
B
He dies heartbroken
C
He marries
D
He kills his daughters
শেক্সপিয়ারের ট্র্যাজেডি "King Lear" নাটকে, শেষ দৃশ্যে King Lear মৃত্যুবরণ করেন।
Lear তার প্রিয় কন্যা Cordelia-কে হারানোর শোক সহ্য করতে না পেরে হৃদয়বিদারকভাবে মারা যান। তিনি ভেবেছিলেন Cordelia এখনও বেঁচে আছে, কিন্তু নিশ্চিত হওয়ার পর যে সে মৃত, তিনি গভীর দুঃখে প্রাণ হারান।
এটি নাটকের ট্র্যাজিক ক্লাইম্যাক্স, যেখানে একজন পিতা তার কন্যার জন্য ভালোবাসা ও অনুশোচনার ভারে ভেঙে পড়ে।
এ কারণে "He dies heartbroken" – এই বিকল্পটি সঠিক।

1
Updated: 1 month ago