Which of the following is the correct definition of Allegory?
A
A short poem with musical quality
B
A narrative with two levels of meaning—literal and symbolic
C
A poem with fourteen lines and fixed rhyme scheme
D
A humorous imitation of another work
উত্তরের বিবরণ
Allegory হলো এমন এক সাহিত্যধারা যেখানে গল্প, চরিত্র ও ঘটনা সরাসরি অর্থের বাইরে গিয়ে প্রতীকী অর্থ বহন করে। অর্থাৎ Allegory-এর দুটি স্তর থাকে— literal meaning এবং symbolic meaning। John Bunyan-এর The Pilgrim’s Progress একটি খ্রিস্টীয় allegory যেখানে Christian-এর যাত্রা মানুষের আত্মার মুক্তির প্রতীক। Edmund Spenser-এর The Faerie Queene রাজনৈতিক ও নৈতিক Allegory।
George Orwell-এর Animal Farm হলো রাজনৈতিক Allegory, যেখানে পশুর মাধ্যমে সোভিয়েত বিপ্লব ও কমিউনিজমের সমালোচনা করা হয়েছে। Allegory সাহিত্যকে গভীর অর্থ ও নৈতিক শিক্ষা প্রদান করে, শুধু কাহিনি নয়, বরং দার্শনিক বা সামাজিক বার্তাও প্রকাশ করে।
0
Updated: 1 month ago
What kind of writing Bunyan's " pilgrims progress"is?
Created: 1 month ago
A
Allegorical
B
Tragedy
C
Comedy
D
Tragi-comedy
0
Updated: 1 month ago
Who is the heroine of 'The Faerie Queene'?
Created: 6 months ago
A
Portia
B
Una
C
Viola
D
Miranda
English
Allegory
Edmund Spenser(1552-1599)
Epic
The Elizabethan Period (1558-1603)
ইংরেজি সাহিত্যে বিখ্যাত মহাকাব্য (Epics)
"The Faerie Queene" কবিতায় উনা (Una) হলো প্রধান নায়িকা।
The Faerie Queene:
- এটি রচনা করেন Edmund Spenser, তিনি Elizabethan period এর একজন লেখক, তাই এটি Elizabethan period এর রচিত।
- 1590 সালে এর প্রথম installment টি প্রকাশিত হয়।
- এটি একটি religious-moral-political allegory.
- এই মহাকাব্যের নায়ক Red Cross Knight.
- এর নায়িকা Una.
- এ মহাকাব্যের মূল বিষয়বস্তু হলো Patriotism.
Edmund Spenser:
- তিনি একজন English poet.
- তার long allegorical poem, 'The Faerie Queene' is one of the greatest in English literature.
Notable work:
- A View of the Present State of Ireland,
- Amoretti,
- Colin Clouts Come Home Again,
- Complaints,
- The Faerie Queene,
- The Shepheard's Calender.
Source: Britannica.
0
Updated: 6 months ago