A
The Murder of Gonzago in Hamlet
B
Lycidas by Milton
C
The Waste Land – Burial of the Dead
D
Ulysses by James Joyce
উত্তরের বিবরণ
Interlude হলো নাটকের মাঝখানে একটি ছোট নাট্যাংশ বা বিশ্রাম নাটক। এটি মূল কাহিনি থেকে আলাদা হলেও নাটকের আবহ বাড়ায়। Shakespeare-এর Hamlet-এ “The Murder of Gonzago” হলো Interlude-এর সেরা উদাহরণ। Hamlet এই ছোট নাটকটি ব্যবহার করে রাজা Claudius-এর অপরাধ উন্মোচন করে।
Chaucer-এর The Canterbury Tales-এও Interlude দেখা যায়, যেমন The Nun’s Priest’s Tale। Eliot-এর The Waste Land-এর “A Game of Chess” অংশকেও Interlude বলা হয়। Interlude সাহিত্যে কেবল বিরতির কাজ করে না, বরং মূল কাহিনিকে ব্যঙ্গ, প্রতীক বা রূপকের মাধ্যমে আরও গভীরভাবে উপস্থাপন করে।

1
Updated: 1 day ago
In Shakespeare's Hamlet, Prince Hamlet is the prince of which country?
Created: 1 month ago
A
Denmark
B
Venice
C
Scotland
D
Norway
Hamlet
-
‘Hamlet’ হলো উইলিয়াম শেকসপিয়ারের লেখা একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক। এর প্রধান চরিত্র হল Hamlet, যিনি Denmark-এর রাজপুত্র (Prince of Denmark)।
-
এটি শেকসপিয়ারের সবচেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ট্র্যাজেডিগুলোর একটি।
-
অন্যান্য ট্র্যাজেডির মতো Hamlet নাটকটিও ৫টি act বা অঙ্কে বিভক্ত।
-
এটি ১৫৯৯ থেকে ১৬০১ সালের মধ্যে লেখা হয় এবং প্রথম প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
গল্পে দেখা যায়, Hamlet জার্মানি থেকে ফিরে আসে তার বাবার মৃত্যুর পর শেষকৃত্যে যোগ দিতে। দেশে ফিরে সে জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং সেই চাচাই তার বাবাকে হত্যা করেছে।
-
এরপর Hamlet সত্য খুঁজে বের করার চেষ্টা করে এবং নানা ঘটনার মধ্য দিয়ে নাটকটি এগিয়ে যায়। শেষে Hamlet-এর মৃত্যুর মধ্য দিয়ে নাটকটির ট্র্যাজেডি শেষ হয়।
Shakespeare:
-
Shakespeare জন্মগ্রহণ করেন Stratford-upon-Avon নামক স্থানে।
-
তিনি ছিলেন একজন ইংরেজ কবি (poet), নাট্যকার (dramatist) ও অভিনেতা (actor)।
-
তাকে ইংল্যান্ডের জাতীয় কবি (English national poet) বলা হয়।
-
তিনি পরিচিত ‘Bard of Avon’ নামে।
-
অনেকেই তাকে সর্বকালের সেরা নাট্যকার হিসেবে মনে করেন।
Shakespeare-এর গুরুত্বপূর্ণ রচনাসমূহ:
Tragedy (দুর্দশামূলক নাটক):
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy (প্রহসনমূলক নাটক):
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night’s Dream
কবিতা:
-
Sonnet 18: Shall I Compare Thee to a Summer’s Day
-
Venus and Adonis
-
The Rape of Lucrece
তথ্যসূত্র: britannica.com

0
Updated: 1 month ago
Who is the main protagonist of Hamlet?
Created: 1 month ago
A
Prince Hamlet
B
King Claudius
C
Polonius
D
Horatio

0
Updated: 1 month ago
Which of the following lines from poetry is an example of Paradox?
Created: 1 day ago
A
“I must be cruel only to be kind.” – Hamlet
B
“Hope is a thing with feathers.” – Emily Dickinson
C
“The pen is mightier than the sword.”
D
“Shall I compare thee to a summer’s day?”
Shakespeare-এর Hamlet-এ Hamlet তার মাকে বলেন— “I must be cruel only to be kind।” এটি Paradox, কারণ নিষ্ঠুরতা এবং দয়া সাধারণত বিপরীত বিষয়। কিন্তু Hamlet বোঝাতে চায়— মাকে কঠিন সত্য বলাটা আপাতত নিষ্ঠুর হলেও দীর্ঘমেয়াদে সেটিই তার জন্য কল্যাণকর। Paradox এর শক্তি হলো— এটি আপাতবিরোধী কথাকে গভীর সত্যে পরিণত করে। Hamlet-এর এই উক্তি মানুষের নৈতিক দ্বন্দ্ব ও সত্য প্রকাশের জটিলতাকে তুলে ধরে। সাহিত্যিকভাবে Paradox চরিত্রের মানসিক অবস্থা ও দার্শনিক ভাবনাকে জোরালো করে তোলে।

0
Updated: 1 day ago