A
A long narrative poem about heroic deeds
B
A short story with a moral lesson, often using animals
C
A play mixing both comedy and tragedy
D
A lyrical poem with fourteen lines
উত্তরের বিবরণ
Fable হলো ছোট গল্প যেখানে পশুপাখি বা জড়বস্তুর মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া হয়। সাধারণত গল্প শেষে একটি moral lesson লেখা থাকে। উদাহরণস্বরূপ, Aesop’s Fables (যেমন The Fox and the Grapes, The Hare and the Tortoise), ভারতের Panchatantra, জার্মানির Grimm’s Fairy Tales এবং La Fontaine-এর ফরাসি ফেবল।
Fable সহজ ভাষায় লেখা হয় এবং শিশুদের শিক্ষার জন্য উপযুক্ত। প্রতিটি চরিত্র প্রতীকী অর্থ বহন করে— যেমন শেয়াল চালাকি বোঝায়, কচ্ছপ ধৈর্য ও অধ্যবসায় বোঝায়। Fable শুধু বিনোদনই দেয় না, বরং মানুষের জীবনে শিক্ষণীয় মূল্যবোধ শেখায়।

0
Updated: 1 day ago
It is I who _____ to blame for this error.
Created: 1 week ago
A
am
B
are
C
is
D
be
Relative Pronoun-এর পর Verb ব্যবহারের নিয়ম
-
শূন্যস্থানে সঠিক উত্তর হবে: am
Complete Sentence: It is I who am to blame for this error. -
যখন বাক্যে Relative Pronoun (যেমন: who, whom, which, what, when, whose, how, that) ব্যবহৃত হয়, তখন এর পরবর্তী verb বসে Antecedent (Relative pronoun-এর আগে থাকা noun/pronoun)-এর সাথে সঙ্গতি রেখে।
-
উপরের উদাহরণে, Antecedent হলো I। তাই verb হয়েছে am। যদি Antecedent you হয়, তবে verb হবে are।
Examples:
-
It is I who am to blame.
-
It is you who are to leave.
-
It is he who is to go.

0
Updated: 1 week ago
Who was known as the "Poet of the Poets"?
Created: 3 weeks ago
A
William Shakespeare
B
William Wordsworth
C
Edmund Spenser
D
John Milton
Edmund Spenser-কে বলা হয় "Poet of the Poets", কারণ তিনি পরবর্তী অনেক ইংরেজ কবির অনুপ্রেরণা ছিলেন। তাঁর ভাষার শৈলী, কাব্যিক কৌশল ও কল্পনার বিশালতা ইংরেজি কাব্যকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
• Edmund Spenser:
- He was known as 'The Poet of the Poets'.
- তিনি Elizabethan Period এর একজন বিখ্যাত সাহিত্যিক।
- তাকে 'The Child of Renaissance and Reformation' বলা হয়।
- তার বিখ্যাত মহাকাব্যের নাম 'The Faerie Queene'.
- 'The Faerie Queene' is one of the greatest long poem in the English literature.
- রানী Elizabeth কে প্রশংসা করে রচিত। এটি Allegory হিসেবে পরিচিত।
• Notable works:
- A View of the Present State of Ireland [Political pamphlet],
- Amoretti [Sequence of sonnets],
- Colin Clouts Come Home Again [Poem],
- Complaints [Poem],
- The Faerie Queene [Poem],
- The Shepheardes Calender [Poem], etc.

0
Updated: 3 weeks ago
What is the name of the Moor of Venice, a central character in Shakespeare’s tragedy?
Created: 3 weeks ago
A
Othello
B
Emilia
C
Brabantio
D
Desdemona
Othello শেকসপিয়ারের (১৬০৩–১৬০৪) রচিত একটি পাঁচ অঙ্কের ট্র্যাজেডি, যেখানে প্রধান চরিত্র Othello—উত্তর আফ্রিকার একজন Moor ও ভেনিসের সেনাপতি। গল্পে Othello ও তার স্ত্রী Desdemona-র সম্পর্কের উপর ভিলেন Iago-র ষড়যন্ত্র ও অতিরিক্ত ঈর্ষা (Othello Syndrome) ট্র্যাজেডির সৃষ্টি করে, যার ফলে Othello Desdemona-কে হত্যা করে।
Shakespeare Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেন; তিনি ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা, “English national poet” এবং “Bard of Avon” নামে পরিচিত।
উত্তর: Othello

0
Updated: 3 weeks ago