A
“I must be cruel only to be kind.” – Hamlet
B
“Hope is a thing with feathers.” – Emily Dickinson
C
“The pen is mightier than the sword.”
D
“Shall I compare thee to a summer’s day?”
উত্তরের বিবরণ
Shakespeare-এর Hamlet-এ Hamlet তার মাকে বলেন— “I must be cruel only to be kind।” এটি Paradox, কারণ নিষ্ঠুরতা এবং দয়া সাধারণত বিপরীত বিষয়। কিন্তু Hamlet বোঝাতে চায়— মাকে কঠিন সত্য বলাটা আপাতত নিষ্ঠুর হলেও দীর্ঘমেয়াদে সেটিই তার জন্য কল্যাণকর। Paradox এর শক্তি হলো— এটি আপাতবিরোধী কথাকে গভীর সত্যে পরিণত করে। Hamlet-এর এই উক্তি মানুষের নৈতিক দ্বন্দ্ব ও সত্য প্রকাশের জটিলতাকে তুলে ধরে। সাহিত্যিকভাবে Paradox চরিত্রের মানসিক অবস্থা ও দার্শনিক ভাবনাকে জোরালো করে তোলে।

0
Updated: 1 day ago
Who brings Hamlet back to Denmark after his voyage to England?
Created: 3 weeks ago
A
Horatio
B
Rosencrantz
C
Pirates
D
Guildenstern
ইংল্যান্ডে পাঠানোর পথে Hamlet-এর জাহাজে জলদস্যুরা আক্রমণ করে। তারা তাকে অক্ষত রেখে ডেনমার্কে ফিরিয়ে আনে, যা নাটকের ভাগ্যচক্র পাল্টে দেয়।

0
Updated: 3 weeks ago
Why does Laertes return from France?
Created: 3 weeks ago
A
To attend Hamlet’s coronation
B
To avenge his father’s death
C
To save Ophelia
D
To claim the throne
Polonius নিহত হওয়ার খবর শুনে Laertes ক্রুদ্ধ হয়ে ডেনমার্কে ফিরে আসে। সে Claudius-এর প্ররোচনায় Hamlet-কে হত্যা করার পরিকল্পনা করে, যা চূড়ান্ত ট্র্যাজেডির পথ তৈরি করে।

0
Updated: 3 weeks ago
Who is Macbeth’s wife?
Created: 1 month ago
A
Lady Duncan
B
Lady Macbeth
C
Lady Banquo
D
Lady Macduff
ম্যাকবেথের স্ত্রী হলেন লেডি ম্যাকবেথ।
তিনি উইলিয়াম শেক্সপিয়রের Macbeth নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
লেডি ম্যাকবেথ:
-
খুবই উচ্চাকাঙ্ক্ষী ও ধূর্ত।
-
স্বামীর রাজা হওয়ার বাসনাকে বাস্তব করতে তিনি ম্যাকবেথকে ডানকানকে হত্যার জন্য উস্কে দেন।
-
পরে তার অপরাধবোধ ও মানসিক চাপ এতটাই বেড়ে যায় যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
অন্য বিকল্পগুলো ভুল:
-
Lady Duncan: এরকম কোনো চরিত্র নেই; রাজা ডানকানের স্ত্রীর নাম উল্লেখ করা হয়নি।
-
Lady Banquo: বাস্তব নাটকে এমন চরিত্র নেই।
-
Lady Macduff: ম্যাকডাফের স্ত্রী, যাকে ম্যাকবেথের আদেশে হত্যা করা হয়। তিনি ম্যাকবেথের স্ত্রী নন।
ম্যাকবেথের স্ত্রীর নাম লেডি ম্যাকবেথ, যিনি নাটকের অন্যতম প্রধান চরিত্র।

1
Updated: 1 month ago