Which of the following is the best example of Irony?
A
“Water, water everywhere, nor any drop to drink.”
B
“Life is but a walking shadow.”
C
“Time is a thief.”
D
“He passed away.”
উত্তরের বিবরণ
Irony হলো এমন একটি সাহিত্যিক কৌশল যেখানে কথার আক্ষরিক অর্থের বিপরীতে প্রকৃত অর্থ লুকিয়ে থাকে। উদাহরণস্বরূপ, Coleridge-এর The Rime of the Ancient Mariner-এ বলা হয়েছে— “Water, water everywhere, nor any drop to drink।” এখানে irony হলো চারপাশে জল থাকা সত্ত্বেও পান করার মতো কোনো জল নেই।
Irony তিন রকম— Verbal Irony (কথার আক্ষরিক অর্থের বিপরীত অর্থ বোঝানো), Dramatic Irony (পাঠক কোনো তথ্য জানে, কিন্তু চরিত্র জানে না), এবং Situational Irony (ঘটনার ফলাফল প্রত্যাশার বিপরীত হওয়া)। Shakespeare-এর নাটকে Dramatic Irony প্রচুর ব্যবহৃত হয়েছে। Irony সাহিত্যে ব্যঙ্গ, বিস্ময় এবং গভীরতা সৃষ্টি করে।
1
Updated: 1 month ago
Gulliver's Travels is written by -
Created: 1 month ago
A
Jonathan Swift
B
Thomas Hardy
C
Jane Austen
D
Charlotte Bronte
Gulliver's Travels
-
Author: Jonathan Swift
-
এটি ৪ খন্ডের একটি satirical novel
-
সম্পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
-
প্রকাশিত: 1726
-
এটি 18th century-এর একটি বিখ্যাত satire
Summary:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথে ঝড়ে জাহাজ ভেঙ্গে যায়।
-
তিনি বেঁচে যান এবং একটি অদ্ভুত দেশে পৌঁছান, যেখানে লোকদের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
Gulliver-এর বিশাল দেহ লিলিপুটদের নানা কাজে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সাথে চলমান যুদ্ধেও সাহায্য করে।
-
এক পর্যায়ে তিনি লিলিপুটদের রোষের শিকার হন এবং শাস্তি হিসেবে চোখ তুলে ফেলার হুমকি পান।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়াতে সক্ষম হন এবং বেঁচে ফিরে আসেন।
Jonathan Swift
-
ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত satirist
-
Augustan age-এর একজন লেখক
-
Anglo-Irish author এবং clergyman
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
Famous Works:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
উৎস:
0
Updated: 1 month ago
Which of the following is the masculine form?
Created: 1 month ago
A
Roe
B
Mare
C
colt
D
sow
উল্লিখিত উদাহরণগুলোকে整理 করলে:
| Masculine (পুরুষ) | Meaning (অর্থ) | Feminine (মহিলা) |
|---|---|---|
| Colt | অশ্বশাবক | Filly |
| Hart | পুরুষ হরিণ | Roe |
| Stallion | খোজা করা হয়নি এমন ঘোড়া | Mare |
| Boar | পুরুষ শূকর / বন্য শূকর | Sow |
Tip:
-
সাধারণত পশু ও পাখির নামের লিঙ্গ নির্ধারণ করা যায় masculine → feminine এর মাধ্যমে যেমন Colt → Filly, Stallion → Mare।
-
কিছু ক্ষেত্রে নির্দিষ্ট নাম আলাদা হয় (যেমন হরিণে Hart → Roe)।
0
Updated: 1 month ago
Sidney says that poetry was the first kind of:
Created: 5 months ago
A
Music
B
Learning
C
Government
D
Drama
Sidney বলেন, কবিতা ছিল প্রথম ধরনের শিক্ষা। প্রাচীনকাল থেকে মানুষ কবিতার মাধ্যমে জ্ঞান শিখত এবং তা অন্যদের শিখাত। কবিতার মাধ্যমে ভাষা ও সংস্কৃতি বিকশিত হয়। তাই কবিতা শিক্ষা ও জ্ঞান প্রচারের প্রথম মাধ্যম ছিল। Sidney দেখান যে, কবিতা শুধু মজা করার জন্য নয়, বরং মানুষের শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।
0
Updated: 5 months ago