In which of the following plays do we find the famous soliloquy “Tomorrow, and tomorrow, and tomorrow”?
A
Hamlet
B
Macbeth
C
King Lear
D
Othello
উত্তরের বিবরণ
Soliloquy হলো নাটকে চরিত্রের একক বক্তৃতা, যেখানে সে নিজের মনের অবস্থা দর্শকের সামনে প্রকাশ করে। Shakespeare নাটকে Soliloquy বারবার ব্যবহার করেছেন। Macbeth-এর “Tomorrow, and tomorrow, and tomorrow” হলো ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত soliloquy। এখানে Macbeth জীবনের অর্থহীনতা এবং ক্ষণস্থায়ীতা নিয়ে হতাশা প্রকাশ করে। সে বলে জীবন শুধু “walking shadow” বা “a tale told by an idiot”। Hamlet-এর বিখ্যাত soliloquy হলো “To be, or not to be”। King Lear এবং Othello-তেও soliloquy আছে, তবে Macbeth-এর উক্তিটি জীবনের শূন্যতা ও নিরাশার এক শক্তিশালী রূপক। Shakespeare soliloquy ব্যবহার করে চরিত্রের অন্তর্দ্বন্দ্ব উন্মোচন করেন এবং দর্শককে তার মানসিক জগতে নিয়ে যান।

0
Updated: 1 day ago
What is Othello’s reaction after killing Desdemona?
Created: 3 weeks ago
A
He flees Cyprus
B
He immediately regrets
C
He blames Emilia
D
He calls for Iago
Desdemona মারা যাওয়ার পরই Othello-র মনে অনুশোচনা শুরু হয়, কিন্তু তখনও সে বিশ্বাস করে যে ন্যায়সঙ্গত কাজ করেছে। Emilia সত্য প্রকাশ করার পর তার অপরাধবোধ চরমে পৌঁছে যায়।

0
Updated: 3 weeks ago
What is the significance of Lear carrying Cordelia’s body in the final scene?
Created: 3 weeks ago
A
It symbolizes the defeat of evil.
B
It shows Lear’s recognition of true love and loss.
C
It proves Lear’s innocence.
D
It marks the restoration of order in the kingdom.
শেষ দৃশ্যে Lear, Cordelia-র মৃতদেহ কোলে নিয়ে আসে এবং গভীর শোকে ভেঙে পড়ে। এতে সে বুঝতে পারে Cordelia-র ভালোবাসাই ছিল সবচেয়ে সত্য, যা নাটকের আবেগঘন শীর্ষবিন্দু।

0
Updated: 3 weeks ago
Why does Cordelia refuse to exaggerate her love for Lear?
Created: 3 weeks ago
A
She wants to test her sisters
B
She values truth over flattery
C
She wants to anger Lear deliberately
D
She does not understand politics
কর্ডেলিয়া বিশ্বাস করে সত্যিকারের ভালোবাসা অতিরঞ্জিত করে প্রকাশ করা উচিত নয়। সে চাটুকারিতা এড়িয়ে আন্তরিকতা বজায় রাখে, যদিও জানে এতে তার উত্তরাধিকার হারানোর ঝুঁকি আছে। এই সততা তার চরিত্রের মহত্ত্ব প্রকাশ করে, কিন্তু লিয়ারের ভুল বোঝাবুঝি ও ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়, যা নাটকের ট্র্যাজেডি গভীর করে।

0
Updated: 3 weeks ago