Which of the following is an example of Lyric poetry?
A
The Iliad – Homer
B
Ode to a Nightingale – John Keats
C
The Rime of the Ancient Mariner – Coleridge
D
Arms and the Man – Shaw
উত্তরের বিবরণ
Lyric হলো ছোট আকারের এমন কবিতা যেখানে কবির ব্যক্তিগত অনুভূতি, চিন্তা ও আবেগ প্রকাশ পায়। সাধারণত এটি গানধর্মী হয়, সুন্দর শব্দচয়ন এবং ছন্দ থাকে। Lyric কবিতার ধরণগুলো হলো— Sonnet, Ode, Elegy, Haiku। John Keats-এর Ode to a Nightingale একটি বিখ্যাত Lyric, যেখানে তিনি একটি পাখির গান শুনে সৌন্দর্য, মৃত্যু এবং চিরন্তন সুখ নিয়ে ভাবনা প্রকাশ করেছেন। Wordsworth-এর The Solitary Reaper বা Shelley-এর To a Skylark ও Lyric-এর উদাহরণ। Lyric কবিতা পাঠককে কবির হৃদয়ের ভেতরে নিয়ে যায়, যেখানে প্রকৃতি, প্রেম, দুঃখ ও আনন্দ প্রকাশিত হয়।
1
Updated: 1 month ago
In Ode on Melancholy, how does Keats suggest one should face sorrow?
Created: 1 month ago
A
By ignoring it completely
B
By embracing it and appreciating the fleeting nature of joy
C
By trying to escape into solitude only
D
By blaming others for their feelings
Ode on Melancholy কবিতায় Keats দেখিয়েছেন যে দুঃখ বা বিষণ্ণতার সঙ্গে লড়াই নয়, বরং তা গ্রহণ করা উচিত। কবি বলেন, জীবনেই আনন্দ ক্ষণস্থায়ী এবং দুঃখের সঙ্গে মিলিত। আমরা আনন্দকে তার পূর্ণ মূল্য দিতে চাইলে, দুঃখকেও বুঝতে হবে।
দুঃখ এবং আনন্দ একে অপরের পরিপূরক। Keats আমাদের শেখান যে, দুঃখকে স্বীকার করা মানে জীবনের সৌন্দর্য এবং সময়ের মূল্য বোঝা।
0
Updated: 1 month ago
‘Where are the songs of Spring? Aye, where are they? Think not of them, thou hast thy music too.’ -Who wrote this?
Created: 1 month ago
A
William Wordsworth
B
Robert Browning
C
John Keats
D
Samuel Coleridge
'Where are the songs of spring? Ay, Where are they?
Think not of them, thou hast thy music too,
- John Keats wrote this in his famous poem To Autumn.
- এই লাইন দুটি দিয়েই কবিতাটি শুরু হয়।
• 'To Autumn' Romantic period এর কবি John Keats রচিত একটি বিখ্যাত কবিতা।
- কবিতাটি ১৮২০ সালে প্রকাশিত হয়।
- এই কবিতাটিকে কবির one of the last major poems হিসেবে বিবেচনা করা হয়।
- Written shortly before the poet died, the poem is a celebration of autumn blended with an awareness of the passing of summer and of life’s ephemerality.
- এটি একটি three 11-line stanzas বিশিষ্ট কবিতা।
• John Keats, an English Romantic lyric poet who devoted his short life to the perfection of poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend.
- He is also called the ‘Poet of beauty’.
• John Keats এর Title গুলো হলো -
- Poet of Beauty,
- Poet of sensuousness,
- A Death Hunted Poet,
- The Youngest Poet of English Literature.
- এছাড়া তিনি ছিলেন- Physician, surgeon, এবং Doctor.
- John Keats তার Sense of Beauty এর জন্য বিখ্যাত।
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি।
• John Keats's famous poems are -
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St,
- La Belle Dame Sans Merci, etc.
Source: Britannica and Poetry Foundation.
0
Updated: 1 month ago
Complete the opening line: "No, no, go not to ___..."
Created: 1 month ago
A
sleep
B
war
C
Lethe
D
Proserpine
John Keats এর "Ode on Melancholy" কবিতার opening line হলো “No, no, go not to Lethe…”। এখানে তিনি পাঠককে শুরুতেই একটি সতর্কবার্তা দেন, আর এর পেছনে রয়েছে গ্রিক পুরাণের ধারণা।
-
Lethe হলো Greek mythology তে underworld এর একটি river, যাকে বলা হয় river of forgetfulness, যেখানে আত্মারা সবকিছু ভুলে যায়।
-
কবি শুরুতেই বলেন, “go not to Lethe”, অর্থাৎ দুঃখ ভুলে যেতে বা oblivion খুঁজতে যেও না।
-
Keats বোঝাতে চেয়েছেন, sorrow কে numb করে দেওয়া উচিত নয়, কারণ দুঃখকে উপেক্ষা করলে জীবনের আসল গভীরতা ধরা যায় না।
-
কবিতার central idea হলো এক ধরনের paradox: মানুষকে তার melancholy (sadness) পুরোপুরি অনুভব করতে হবে, কারণ এই দুঃখের ভেতর দিয়েই বোঝা যায় beauty এবং joy এর প্রকৃত মূল্য।
0
Updated: 1 month ago