A
“Her smile is like sunshine.”
B
“The soldiers were as brave as lions.”
C
“Time is a thief.”
D
“She was trembling like a leaf.”
উত্তরের বিবরণ
Metaphor হলো এমন একটি অলঙ্কার যেখানে দুটি ভিন্ন বস্তুর মধ্যে like/as ছাড়াই সরাসরি তুলনা করা হয়। উদাহরণস্বরূপ, “Time is a thief” সময়কে চোরের সাথে তুলনা করেছে, কারণ সময় অজান্তে আমাদের জীবনের মুহূর্তগুলো চুরি করে নেয়। Shakespeare বলেছেন, “The world is a stage” এবং Emily Dickinson বলেছেন, “Hope is a thing with feathers”— দুটোই Metaphor। এটি Simile থেকে আলাদা, কারণ Simile-তে তুলনার জন্য like/as ব্যবহার করা হয়। Metaphor ভাষাকে গভীরতা ও প্রতীকী মানে প্রদান করে। এটি শুধু সৌন্দর্যই আনে না, বরং পাঠকের কল্পনাকে সমৃদ্ধ করে।

0
Updated: 1 day ago