A
“He is unemployed.”
B
“He passed away.”
C
“She died.”
D
“He is poor.”
উত্তরের বিবরণ
Euphemism হলো এমন একটি ভাষাশৈলী যেখানে কটু বা অস্বস্তিকর সত্যকে নরম, ভদ্র এবং শালীনভাবে প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ, “He died” না বলে “He passed away” বলা Euphemism। একইভাবে “She is pregnant” এর পরিবর্তে “She is expecting” এবং “He is unemployed” এর পরিবর্তে “He is between jobs” বলা Euphemism। এর উদ্দেশ্য হলো কঠিন বাস্তবতাকে আঘাত না করে নম্রভাবে প্রকাশ করা।
সাহিত্যে, রাজনীতিতে এবং দৈনন্দিন জীবনে Euphemism ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, “correctional facility” বলা হয় “prison”-এর পরিবর্তে বা “senior citizen” বলা হয় “old man”-এর পরিবর্তে। তাই Euphemism শুধু ভাষাকে কোমল করে না, বরং সামাজিক শালীনতা বজায় রাখে।

0
Updated: 1 day ago