A
Comedy of Manners
B
Theater of the Absurd
C
Heroic Tragedy
D
Comedy of Humours
উত্তরের বিবরণ
‘Comedy of Humours’ টার্মটি এসেছে ল্যাটিন শব্দ ‘humor’ বা ‘umor’ থেকে, যার অর্থ “তরল” বা “দ্রবণ।” মধ্যযুগীয় ও রেনেসাঁর চিকিৎসা তত্ত্বে এটি ব্যবহৃত হতো। তখন ধারণা ছিল, মানুষের শরীর চার ধরনের তরলের সমন্বয়ে গঠিত —
এগুলো হলো: রক্ত (blood), ফ্লেম (phlegm), হলুদ পিত্ত (yellow bile বা choler), এবং কালো পিত্ত (black bile বা melancholy)। যখন এই তরলগুলো সঠিক মাত্রায় ভারসাম্য বজায় রাখে, তখন একজন মানুষের শরীর ও মনের সুস্থতা বজায় থাকে।
Comedy of Humours হল এমন একটি নাট্যধারা, যা মূলত ১৬শ শতকের শেষভাগে ইংরেজ নাট্যকার বেন জনসনের সাথে সম্পর্কিত। এই ধরণের নাটকে চরিত্রগুলো তাদের নিজস্ব ‘হিউমার’ বা মেজাজ অনুযায়ী আচরণ করে। এই হিউমার বা temperaments চার ধরনের হয় —
-
Choleric (খিটখিটে বা বদমেজাজি),
-
Melancholic (বিষণ্ণ বা বিষাদগ্রস্ত),
-
Sanguine (আশাবাদী ও প্রাণবন্ত),
-
Phlegmatic (স্বভাবতই ধীর ও উদাসীন)।
উদাহরণ স্বরূপ: বেন জনসনের নাটক Every Man in His Humour এবং Every Man Out of His Humour হল দুইটি বিখ্যাত ‘Comedy of Humours’।
সূত্র: Britannica ও An ABC of English Literature (ড. এম. মোফিজার রহমান)।

0
Updated: 2 months ago
The literary work 'Kubla Khan' is-
Created: 2 months ago
A
a history by Vincent Smith
B
a verse by Coleridge
C
a drama by Oscar Wilde
D
a short story by Somerst Maugham
Kubla Khan
-
Kubla Khan একটি বিখ্যাত কবিতা, যা রচনা করেছেন Samuel Taylor Coleridge।
-
কবিতাটির পূর্ণ নাম: Kubla Khan; or, A Vision in a Dream।
-
এটি একটি Romantic poem।
-
কবির নিজের ভাষ্যমতে, তিনি এই কবিতাটি রচনা করেন নেশাগ্রস্ত অবস্থায়, এবং এর অনেক লাইন তিনি স্বপ্নে পেয়েছিলেন।
-
অনেক সাহিত্য গবেষক মনে করেন, এই কবিতার মূল বিষয়বস্তু হলো "Nature of human genius"।
-
Kublai Khan ছিলেন Emperor Shizu of Yuan এবং fifth khagan-emperor।
-
তিনি ১২৬০ থেকে ১২৯৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
Samuel Taylor Coleridge
-
তিনি একজন খ্যাতনামা British poet।
-
একই সঙ্গে ছিলেন একজন English lyrical poet, critic, এবং philosopher।
-
William Wordsworth-এর সঙ্গে যৌথভাবে রচিত তাঁর Lyrical Ballads গ্রন্থটি ইংরেজি Romantic movement-এর সূত্রপাত ঘটায়।
-
তাঁর রচিত Biographia Literaria (1817) হলো ইংরেজি রোমান্টিক যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য-সমালোচনামূলক গ্রন্থ।
Notable Works of Samuel Taylor Coleridge
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book, with William Wordsworth)
-
The Rime of the Ancient Mariner (Poem)
Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman, Live MCQ Lecture, and Britannica.

0
Updated: 2 months ago