Which of the following lines from poetry is an example of Paradox?
A
“I must be cruel only to be kind.” – Hamlet
B
“Hope is a thing with feathers.” – Emily Dickinson
C
“The pen is mightier than the sword.”
D
“Shall I compare thee to a summer’s day?”
উত্তরের বিবরণ
Shakespeare-এর Hamlet-এ Hamlet তার মাকে বলেন— “I must be cruel only to be kind।” এটি Paradox, কারণ নিষ্ঠুরতা এবং দয়া সাধারণত বিপরীত বিষয়। কিন্তু Hamlet বোঝাতে চায়— মাকে কঠিন সত্য বলাটা আপাতত নিষ্ঠুর হলেও দীর্ঘমেয়াদে সেটিই তার জন্য কল্যাণকর। Paradox এর শক্তি হলো— এটি আপাতবিরোধী কথাকে গভীর সত্যে পরিণত করে। Hamlet-এর এই উক্তি মানুষের নৈতিক দ্বন্দ্ব ও সত্য প্রকাশের জটিলতাকে তুলে ধরে। সাহিত্যিকভাবে Paradox চরিত্রের মানসিক অবস্থা ও দার্শনিক ভাবনাকে জোরালো করে তোলে।
1
Updated: 1 month ago
Who is the author of ‘Macbeth’?
Created: 6 days ago
A
Jonathan Swift
B
John Milton
C
William Shakespeare
D
Ben Johnson
0
Updated: 6 days ago
The Ghost in “Hamlet” is first spotted in-
Created: 1 month ago
A
In the graveyard
B
Outside the castle
C
On the Deck of the Ship
D
None of this is correct
হ্যামলেট নাটকে ভূতের আবির্ভাবের স্থান সম্পর্কে বলা যায় যে ভূত প্রথমে এলসিনোর প্রাসাদের প্রহরীর প্ল্যাটফর্মে দেখা যায়, অর্থাৎ প্রাসাদের বাইরে। এ দৃশ্য নাটকের শুরুতেই উপস্থাপিত হয় এবং এর মাধ্যমে নাটকের রহস্যময় আবহ তৈরি হয়।
-
ভূত প্রথমে প্রহরী বার্নার্ডো ও মার্সেলাসের সাথে হোরেশিও দেখে।
-
এটি সদ্য মৃত রাজা হ্যামলেটের মতো দেখতে এবং প্রাসাদের প্রাচীরের উপর আবির্ভূত হয়।
-
ঘটনাগুলো ঘটে Act 1, Scene 1-এ।
-
পরে হোরেশিও রাজপুত্র হ্যামলেটকে সব জানায় এবং হ্যামলেট নিজেই ভূত দেখার সিদ্ধান্ত নেয়।
সঠিক উত্তর: b) outside the castle
1
Updated: 1 month ago
Who brings Hamlet back to Denmark after his voyage to England?
Created: 2 months ago
A
Horatio
B
Rosencrantz
C
Pirates
D
Guildenstern
ইংল্যান্ডে পাঠানোর পথে Hamlet-এর জাহাজে জলদস্যুরা আক্রমণ করে। তারা তাকে অক্ষত রেখে ডেনমার্কে ফিরিয়ে আনে, যা নাটকের ভাগ্যচক্র পাল্টে দেয়।
2
Updated: 2 months ago