In which of the following plays do we find the famous soliloquy “Tomorrow, and tomorrow, and tomorrow”?
A
Hamlet
B
Macbeth
C
King Lear
D
Othello
উত্তরের বিবরণ
Soliloquy হলো নাটকে চরিত্রের একক বক্তৃতা, যেখানে সে নিজের মনের অবস্থা দর্শকের সামনে প্রকাশ করে। Shakespeare নাটকে Soliloquy বারবার ব্যবহার করেছেন। Macbeth-এর “Tomorrow, and tomorrow, and tomorrow” হলো ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত soliloquy। এখানে Macbeth জীবনের অর্থহীনতা এবং ক্ষণস্থায়ীতা নিয়ে হতাশা প্রকাশ করে। সে বলে জীবন শুধু “walking shadow” বা “a tale told by an idiot”। Hamlet-এর বিখ্যাত soliloquy হলো “To be, or not to be”। King Lear এবং Othello-তেও soliloquy আছে, তবে Macbeth-এর উক্তিটি জীবনের শূন্যতা ও নিরাশার এক শক্তিশালী রূপক। Shakespeare soliloquy ব্যবহার করে চরিত্রের অন্তর্দ্বন্দ্ব উন্মোচন করেন এবং দর্শককে তার মানসিক জগতে নিয়ে যান।
 
                            
                        
                        
                        
                        
                        3
Updated: 1 month ago
Who is the main villain in 'Othello'?
Created: 1 month ago
A
Brabantio
B
Cassio
C
Iago
D
Emilia
Othello
- 
লেখক: William Shakespeare 
- 
ধরণ: Tragedy 
- 
অঙ্ক: পাঁচ 
- 
লেখা: ১৬০৩–০৪, প্রকাশ: ১৬২২ 
মুখ্য চরিত্রসমূহ:
- 
Othello (প্রধান চরিত্র, Venice এর Moorish সেনাপতি) 
- 
Desdemona (Othello এর স্ত্রী) 
- 
Brabantio (Desdemona এর পিতা) 
- 
Iago (প্রতারক, খলনায়ক) 
- 
Cassio (Lieutenant) 
- 
Emilia 
সংক্ষিপ্ত বিবরণ:
- 
Othello গোপনে Desdemona কে বিয়ে করে, যা Brabantio মেনে নেননি। 
- 
সেনাবাহিনীতে Cassio কে নিয়োগ দেওয়ায় Iago ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে Othello এর মনে সন্দেহের বীজ বপন করে। 
- 
Iago, Desdemona এর রুমাল Cassio এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে। 
- 
ঈর্ষার অন্ধ Othello Desdemona কে হত্যা করে। পরে সত্য জানতে পেরে অনুশোচনায় Othello আত্মহত্যা করে। 
- 
Iago ধরা পড়ে এবং শাস্তি ভোগ করে। 
William Shakespeare (1564–1616)
- 
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England 
- 
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon 
- 
Byname: Bard of Avon বা Swan of Avon 
- 
পরিচিত: English poet, dramatist, actor, English national poet 
- 
রচনা: 37 Plays 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What are Desdemona’s last words?
Created: 2 months ago
A
"Give me a kiss".
B
"I hate you, Othello."
C
“Nobody; I myself”
D
"Curse for you Iago."
মৃত্যুর মুখেও ডেসডিমোনা ওথেলোকে দোষ দেয় না। এমিলিয়ার প্রশ্নে সে বলে—“Nobody; I myself.” এই লাইন তার বিশ্বস্ততা ও ভালোবাসার প্রতীক। মৃত্যুর পরেও সে স্বামীকে রক্ষা করতে চায়।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 2 months ago
Who is the rightful Duke of Milan in The Tempest?
Created: 2 months ago
A
Antonio
B
Prospero
C
Sebastian
D
Alonso
Prospero আসলে মিলানের প্রকৃত ডিউক। তাঁর ভাই Antonio তাকে সিংহাসনচ্যুত করে সাগরে ভাসিয়ে দেয়। তবে Prospero জাদুর শক্তি ব্যবহার করে দ্বীপে নিজের কর্তৃত্ব গড়ে তোলে। নাটকের মূল সংঘাত এই ক্ষমতা দখল ও পুনরুদ্ধার কেন্দ্র করেই ঘোরে, তাই Prospero প্রকৃত ডিউক।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 2 months ago