In which of the following plays do we find the famous soliloquy “Tomorrow, and tomorrow, and tomorrow”?
A
Hamlet
B
Macbeth
C
King Lear
D
Othello
উত্তরের বিবরণ
Soliloquy হলো নাটকে চরিত্রের একক বক্তৃতা, যেখানে সে নিজের মনের অবস্থা দর্শকের সামনে প্রকাশ করে। Shakespeare নাটকে Soliloquy বারবার ব্যবহার করেছেন। Macbeth-এর “Tomorrow, and tomorrow, and tomorrow” হলো ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত soliloquy। এখানে Macbeth জীবনের অর্থহীনতা এবং ক্ষণস্থায়ীতা নিয়ে হতাশা প্রকাশ করে। সে বলে জীবন শুধু “walking shadow” বা “a tale told by an idiot”। Hamlet-এর বিখ্যাত soliloquy হলো “To be, or not to be”। King Lear এবং Othello-তেও soliloquy আছে, তবে Macbeth-এর উক্তিটি জীবনের শূন্যতা ও নিরাশার এক শক্তিশালী রূপক। Shakespeare soliloquy ব্যবহার করে চরিত্রের অন্তর্দ্বন্দ্ব উন্মোচন করেন এবং দর্শককে তার মানসিক জগতে নিয়ে যান।
3
Updated: 1 month ago
What weakness of Cassio does Iago exploit?
Created: 2 months ago
A
His drinking problem
B
His gambling
C
His dishonesty
D
His greed
Cassio সাধারণত সৎ ও বিশ্বস্ত হলেও মদ খেতে পারে না। Iago এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে মাতাল অবস্থায় ঝগড়ায় ফেলে। এর ফলে Cassio পদ হারায় এবং নাটকের কাহিনি এগোয়। এই ঘটনাই ওথেলোর সন্দেহ বাড়ানোর পথ তৈরি করে।
1
Updated: 2 months ago
Why does Prospero create the masque with spirits for Ferdinand and Miranda?
Created: 2 months ago
A
To warn them of danger
B
To show his power
C
To punish Ferdinand
D
To bless their marriage
Prospero আত্মাদের দিয়ে একটি “মাস্ক” আয়োজন করে, যেখানে দেবী Juno, Ceres, এবং Iris উপস্থিত হয়। এটি Ferdinand ও Miranda-র বিবাহকে আশীর্বাদ করার প্রতীকী অনুষ্ঠান। এই দৃশ্য নাটকে ভালোবাসা, উর্বরতা এবং নতুন জীবনের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ।
1
Updated: 2 months ago
What does the “washing hands” scene symbolize for Lady Macbeth?
Created: 2 months ago
A
Fear of assassination
B
Joy of victory
C
Her guilt over murders
D
Desire for power
ঘুমের মধ্যে Lady Macbeth বারবার হাত ধোয়ার ভান করে, যেন রক্তের দাগ যাচ্ছে না। এটি তার অন্তরের অপরাধবোধ ও মানসিক ভাঙন প্রকাশ করে, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে।
2
Updated: 2 months ago