Which of the following is an example of Imagery in literature?
A
“The dog barked loudly.”
B
“He runs as fast as a cheetah.”
C
“Time is a thief.”
D
“Life is a tale told by an idiot.”
উত্তরের বিবরণ
Imagery হলো এমন ভাষা যেখানে শব্দ ব্যবহারের মাধ্যমে পাঠকের পাঁচ ইন্দ্রিয়কে (দৃষ্টি, শ্রবণ, গন্ধ, স্বাদ, স্পর্শ) উদ্দীপ্ত করা হয়। উদাহরণস্বরূপ, “The dog barked loudly” শ্রবণেন্দ্রিয়কে জাগ্রত করে, এটি auditory imagery। “It was dark in the forest” visual imagery, “The sweet aroma of roses filled the garden” olfactory imagery, “The chocolate cake was rich and creamy” gustatory imagery, আর “The icy water made my fingers cool” tactile imagery।
Imagery সাহিত্যকে জীবন্ত করে তোলে, পাঠকের মনে দৃশ্যমান চিত্র সৃষ্টি করে। Shakespeare, Wordsworth, Keats, Eliot প্রমুখ কবি Imagery-এর ব্যবহারে দক্ষ ছিলেন। তাই Imagery কেবল সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং অনুভূতিকে বাস্তবসম্মত করে।
3
Updated: 1 month ago
Which of the following best defines Alliteration?
Created: 1 month ago
A
Repetition of vowel sounds in nearby words
B
Repetition of synonym at the end of words
C
Repetition of consonant sounds at the beginning of words
D
A direct comparison using "like" or "as"
The required answer is Repetition of consonant sounds at the beginning of words.
Alliteration (অনুপ্রাস):
-
The repetition of a consonant sound at the beginning of two or more words or stressed syllables is called Alliteration.
-
যখন পাশাপাশি বা সম্পর্কযুক্ত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে, তখন তাকে অনুপ্রাস বলা হয়।
-
এটি একটি সাহিত্যকৌশল, যা কবিতা বা গদ্যে সুর, ছন্দ এবং মানসিক প্রভাব তৈরি করতে ব্যবহৃত হয়।
-
Alliteration এর মাধ্যমে শব্দগুচ্ছের একটি ছন্দময় সৌন্দর্য তৈরি হয়, যা পাঠক বা শ্রোতার মনোযোগ সহজেই আকর্ষণ করে।
Examples of Alliteration:
1.
“The fair breeze blew, the white foam flew,
The furrow followed free.”
এখানে ‘f’ এবং ‘b’ ধ্বনি বারবার এসেছে।
“Puffs, powders, patches, Bibles, billet-doux.”
এখানে ‘p’ তিনবার এবং ‘b’ দুবার পুনরাবৃত্ত হয়েছে।
Other Options:
-
Repetition of vowel sounds in nearby words → Assonance
-
Repetition of consonant sounds at the end of words → Consonance
-
A direct comparison using “like” or “as” → Simile
0
Updated: 1 month ago
Her comment about the budget cuts hit the nail right on the head; everyone agreed it was exactly the problem.
Here, the phrase "hit the nail right on the head" means -
Created: 1 month ago
A
to insult someone
B
to do or say the right answer
C
teach someone a lesson
D
to hurt someone badly
The required answer: to do or say the right answer
To hit the nail right on the head (Phrase):
-
English meaning: Find exactly the right answer.
-
Bangla meaning: মূল সমস্যাটি চিহ্নিত করা; আসল কথায় আসা।
Example sentences:
-
Sarah hit the nail right on the head by identifying the main reason for the project's failure.
-
The teacher hit the nail right on the head when she pointed out that practice is the key to success.
0
Updated: 1 month ago
What is the significance of Darcy’s letter to Elizabeth?
Created: 1 month ago
A
It proposes marriage again
B
It explains his past actions
C
It criticizes Bennet family
D
It praises Jane
Darcy Elizabeth-কে একটি দীর্ঘ চিঠি লেখে প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর। এতে সে দুটি বিষয় ব্যাখ্যা করে—(১) কেন সে Jane ও Bingley-এর সম্পর্ক ভেঙে দেয়, (২) Wickham-এর আসল চরিত্র। এই চিঠি Elizabeth-এর জীবনের টার্নিং পয়েন্ট। সে Darcy-এর নৈতিক সততা দেখে মুগ্ধ হয় এবং নিজের ভুল বুঝতে পারে। Austen এখানে চিঠিকে সত্য প্রকাশের প্রতীক করেছেন, যা গল্পকে নতুন দিকে মোড় দেয়।
0
Updated: 1 month ago