একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ১১৫২ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?
A
১২০ মিটার
B
১৩৬ মিটার
C
১৪৪ মিটার
D
১৭৪ মিটার
উত্তরের বিবরণ
সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ক মিটার
∴ ক্ষেত্রফল = (২ক × ক) = ২ক২ বর্গমিটার
পরিসীমা = ২(২ক + ক) = ৬ক মিটার
প্রশ্নমতে,
২ক২ = ১১৫২
⇒ ক২ = ১১৫২/২
⇒ ক২ = ৫৭৬
∴ ক = ২৪
সুতরাং, পরিসীমা = (৬ × ২৪) = ১৪৪ মিটার।
0
Updated: 1 month ago
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ২৫ মিটার। বাগানের চারপাশে ২.৫ মিটার চওড়া একটি রাস্তা নির্মাণ করতে কত টাকা খরচ হবে, যদি প্রতি বর্গমিটার রাস্তা নির্মাণ ব্যয় ৫০ টাকা হয়?
Created: 3 weeks ago
A
১৫৫০০ টাকা
B
১৭৫০০ টাকা
C
১৯০০০ টাকা
D
২৪৫০০ টাকা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ২৫ মিটার। বাগানের চারপাশে ২.৫ মিটার চওড়া একটি রাস্তা নির্মাণ করতে কত টাকা খরচ হবে, যদি প্রতি বর্গমিটার রাস্তা নির্মাণ ব্যয় ৫০ টাকা হয়? সমাধান: দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য = ৪০ মিটার বাগানের প্রস্থ = ২৫ মিটার বাগানের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ৪০ × ২৫ বর্গমিটার = ১০০০ বর্গমিটার রাস্তার প্রস্থ = ২.৫ মিটার। যেহেতু রাস্তাটি বাগানের চারপাশে অবস্থিত, তাই দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকেই রাস্তার প্রস্থ যোগ হবে। রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ৪০ + (২.৫ + ২.৫) = ৪০ + ৫ = ৪৫ মিটার রাস্তাসহ বাগানের প্রস্থ = ২৫ + (২.৫ + ২.৫) = ২৫ + ৫ = ৩০ মিটার রাস্তাসহ মোট ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ৪৫ × ৩০ বর্গমিটার = ১৩৫০ বর্গমিটার সুতরাং, রাস্তার ক্ষেত্রফল = (রাস্তাসহ মোট ক্ষেত্রফল) - (বাগানের ক্ষেত্রফল) = ১৩৫০ - ১০০০ বর্গমিটার = ৩৫০ বর্গমিটার ১ বর্গমিটার রাস্তা নির্মাণে ব্যয় ৫০ টাকা। ∴ ৩৫০ বর্গমিটার রাস্তা নির্মাণে মোট ব্যয় = ৩৫০ × ৫০ টাকা = ১৭৫০০ টাকা সুতরাং, রাস্তা নির্মাণে মোট খরচ হবে ১৭৫০০ টাকা।
0
Updated: 3 weeks ago
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
Created: 5 days ago
A
৭০
B
৮০
C
৯০
D
১০০
0
Updated: 5 days ago
A square garden is surrounded by a path of uniform width 2 meters. If the area of the path is 48 square meters, find the side length of the garden.
Created: 3 weeks ago
A
8 meters
B
6 meters
C
3 meters
D
4 meters
Question: A square garden is surrounded by a path of uniform width 2 meters. If the area of the path is 48 square meters, find the side length of the garden.
Solution:
Let the side of the garden = x meters.
Then, the side of the garden including the path = x + (2 × 2)
= x + 4 meters.
Area of path = Area of garden with path - Area of garden
⇒ 48 = (x + 4)2 - x2
⇒ 48 = x2 + 8x + 16 - x2
⇒ 8x + 16 = 48
⇒ 8x = 48 - 16
⇒ x = 32/8
∴ x = 4 meters
∴ Therefore, side length of the garden is 4 meters.
0
Updated: 3 weeks ago