১০% বার্ষিক হারে ২ বছরের জন্য কোনো আসলের উপর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ৫০ টাকা হলে, আসল কত?
A
৫০০০ টাকা
B
২০০০ টাকা
C
৬০০০ টাকা
D
১০০০০ টাকা
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
৪% হার মুনাফায় ৬,২৫০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
Created: 3 weeks ago
A
৬,৭০০ টাকা
B
৬৭৬০ টাকা
C
৬৯০০ টাকা
D
৭১১০ টাকা
সমাধান:
এখানে, মূলধন, P = ৬,২৫০ টাকা
মুনাফার হার, r = ৪% = ৪/১০০ = ১/২৫
সময়, n = ২ বছর
আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৬,২৫০(১ + ১/২৫)২
= ৬,২৫০ × (২৬/২৫)২
= ৬,২৫০ × (২৬/২৫) × (২৬/২৫)
= ৬,৭৬০ টাকা
∴ চক্রবৃদ্ধি মূলধন = ৬,৭৬০ টাকা।
এখানে, মূলধন, P = ৬,২৫০ টাকা
মুনাফার হার, r = ৪% = ৪/১০০ = ১/২৫
সময়, n = ২ বছর
আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৬,২৫০(১ + ১/২৫)২
= ৬,২৫০ × (২৬/২৫)২
= ৬,২৫০ × (২৬/২৫) × (২৬/২৫)
= ৬,৭৬০ টাকা
∴ চক্রবৃদ্ধি মূলধন = ৬,৭৬০ টাকা।
0
Updated: 3 weeks ago
Created: 2 months ago
A
১১/৮০
B
১১/২০
C
১/৯
D
১/৮
প্রশ্ন: 
সমাধান:

0
Updated: 2 months ago
বার্ষিক শতকরা মুনাফার হার ১২.৫ টাকা হলে, ২০,০০০ টাকার ৫ বছরের সরল মুনাফা কত হবে?
Created: 1 month ago
A
১২,৭৫০ টাকা
B
১২,৫০০ টাকা
C
১২,০০০ টাকা
D
১৩,৫০০ টাকা
সমাধান,
দেওয়া আছে,
আসল (P) = ২০,০০০ টাকা,
সময় (n) = ৫ বছর,
মুনাফার হার (r) = ১২.৫
∴ মুনাফা (I) = ?
আমরা জানি,
I = Prn/১০০ টাকা
= (২০,০০০ × ৫ × ১২.৫)/১০০ টাকা
= ১২,৫০০ টাকা,
∴ মুনাফা (I) = ১২,৫০০ টাকা।
0
Updated: 1 month ago