A
the best poet of the country
B
a winner of the Noble Prize in poetry
C
the Court Poet of England
D
a classical poet
উত্তরের বিবরণ
Poet Laureate (কবির জাতীয় পদ)
Poet Laureate হল একটি দেশের সরকারি কবি। ইংল্যান্ডে এই পদটি রাজ্য কর্তৃক আজীবন বেতনসহ দেওয়া হয়। ১৭শ শতাব্দীতে ইংল্যান্ডে কাব্যিক উৎকর্ষতার জন্য প্রথমবার Poet Laureate উপাধি প্রবর্তিত হয়।
ইংল্যান্ডে Poet Laureate পদটির সূচনা হয় ১৬৬৮ সালে, যখন John Dryden-কে প্রথমবারের মতো এই উপাধিতে ভূষিত করা হয়। তখন থেকে এটি একটি স্থায়ী পদ হিসেবে রূপ নেয় এবং ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকে।
বর্তমানে, এই পদটি বিশেষ কোনও কবিতার দায়িত্ববোধ বহন না করলেও, পদাধিকারী ব্রিটিশ রাজপরিবারের বেতনভুক্ত সদস্য হিসেবে থাকেন।
সুতরাং, Poet Laureate হলো ইংল্যান্ডের রাজপ্রাসাদের কবি।
কিছু উল্লেখযোগ্য Poet Laureate কবি:
-
John Dryden (১৬৬৮–৮৯)
-
Thomas Shadwell (১৬৮৯–৯২)
-
Nahum Tate (১৬৯২–১৭১৫)
-
Nicholas Rowe (১৭১৫–১৮)
-
Laurence Eusden (১৭১৮–৩০)
-
Colley Cibber (১৭৩০–৫৭)
-
William Whitehead (১৭৫৭–৮৫)
-
Thomas Warton (১৭৮৫–৯০)
-
Henry James Pye (১৭৯০–১৮১৩)
-
Robert Southey (১৮১৩–৪৩)
-
William Wordsworth (১৮৪৩–৫০)
-
Alfred, Lord Tennyson (১৮৫০–৯২)
-
Alfred Austin (১৮৯৬–১৯১৩)
-
Robert Bridges (১৯১৩–৩০)
-
John Masefield (১৯৩০–৬৭)
-
Cecil Day-Lewis (১৯৬৮–৭২)
-
Sir John Betjeman (১৯৭২–৮৪)
-
Ted Hughes (১৯৮৪–৯৮)
-
Andrew Motion (১৯৯৯–২০০৯)
-
Carol Ann Duffy (২০০৯–১৯)
-
Simon Armitage (২০১৯–বর্তমান)
তথ্যসূত্র: Britannica, Collins Dictionary

0
Updated: 2 months ago