একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৩ সে.মি. এবং উচ্চতা ১০ সে.মি. হলে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কত?
A
৬৪π বর্গ সে.মি.
B
৫৬π বর্গ সে.মি.
C
৭৮π বর্গ সে.মি.
D
৪২π বর্গ সে.মি.
উত্তরের বিবরণ
সমাধান:
দেওয়া আছে
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ৩ সে.মি.
উচ্চতা, h = ১০ সে.মি.
আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= ২π × ৩(৩ + ১০)
= ২π × ৩৯
= ৭৮π বর্গ সে.মি.
0
Updated: 1 month ago
কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ-
Created: 3 weeks ago
A
সূক্ষ্মকোণ
B
স্থূলকোণ
C
সমকোণ
D
কোনটিই নয়
সমাধান:
- কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ।
- কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ।
- বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটির একটি জ্যা।
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে জ্যাটিকে বৃত্তের ব্যাস বলা হয়।
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।
0
Updated: 3 weeks ago
একটি বৃত্তের ব্যাস 26 সে.মি. হলে তার পরিধি কত?
Created: 2 weeks ago
A
81.68 (প্রায়)
B
163.36 (প্রায়)
C
40.84 (প্রায়)
D
136.36 (প্রায়)
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 26 সে.মি. হলে এর পরিধি কত?
সমাধান :
বৃত্তের ব্যাস = 26 সে.মি.
বৃত্তের ব্যাসার্ধ r = 26/2 = 13সে.মি.
বৃত্তের পরিধি =2πr সে.মি.
= 2 × π × 13
= 26π সে.মি
= 26 × 3.1416 সে.মি.
= 81.68 সে.মি. (প্রায়)
0
Updated: 2 weeks ago
একটি চাকার ব্যাস ৪.২ মিটার। চাকাটি ৩৩০ মিটার পথ অতিক্রম করতে কত বার ঘুরবে?
Created: 1 month ago
A
২৫ বার
B
১৫ বার
C
২০ বার
D
১০ বার
সমাধান:
দেওয়া আছে,
চাকার ব্যাস, ২r = ৪.২ মিটার
∴ চাকার ব্যাসার্ধ, r = ৪.২/২ মিটার
= ২.১ মিটার
আমরা জানি,
চাকার পরিধি = ২πr
= (২ × ৩.১৪১৬ × ২.১) মিটার
= ১৩.২ মিটার
∴ ৩৩০ মিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরবে = (৩৩০/১৩.২) বার
= ২৫ বার ।
0
Updated: 1 month ago