A
ভিনেগার
B
ডেলরিন পলিমার
C
পলিইথিন
D
ইউরিয়া-ফরমালডিহাইড রেজিন
উত্তরের বিবরণ
অ্যালডিহাইড (Aldehyde):
-
অ্যালডিহাইডের পলিমারকরণ বিক্রিয়ায় বিভিন্ন প্লাস্টিক দ্রব্য তৈরি করা হয়।
-
ফরমালডিহাইড (মিথান্যাল) এর জলীয় দ্রবণকে অতি নিম্ন চাপে উত্তপ্ত করলে ডেলরিন পলিমার উৎপন্ন হয়।
-
ডেলরিন পলিমার দিয়ে চেয়ার, ডাইনিং টেবিল, বালতি ইত্যাদি প্লাস্টিক দ্রব্য তৈরি করা হয়।
-
ফরমালডিহাইড ও ইউরিয়া থেকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় ইউরিয়া-ফরমালডিহাইড রেজিন উৎপন্ন হয়, যা গৃহের প্লেট, গ্লাস, মগ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।
জৈব এসিড (Organic Acid):
-
জৈব এসিডসমূহ অজৈব এসিডের তুলনায় দুর্বল।
-
এগুলো মানুষের খাদ্যোপযোগী উপাদান।
-
উদাহরণ: লেবুর রস (সাইট্রিক এসিড), তেঁতুল (টারটারিক এসিড), দধি (ল্যাকটিক এসিড) ইত্যাদি।
-
-
জৈব এসিডের ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা থাকায় এগুলোকে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়।
-
ইথানয়িক এসিডের 4% থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়।
-
ভিনেগার সস ও আচার সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 day ago
HCl (aq) + NaOH (aq) → NaCl (aq) + H2O (l) কোন ধরণের বিক্রিয়া?
Created: 7 hours ago
A
বিয়োজন বিক্রিয়া
B
দহন বিক্রিয়া
C
পানি যোজন বিক্রিয়া
D
প্রশমন বিক্রিয়া
সাধারণ বিজ্ঞান
জৈব রসায়ন
পলিমারকরণ বিক্রিয়া
প্রাথমিক তথ্য
বিজ্ঞান সংক্রান্ত পরিভাষা
সাধারণ জ্ঞান
No subjects available.
রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ
1️⃣ প্রশমন বিক্রিয়া (Neutralization Reaction)
-
সংজ্ঞা: এসিড এবং ক্ষার দ্রবণ মিশলে রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে লবণ ও পানি উৎপন্ন হয়।
-
প্রক্রিয়া:
-
এসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H⁺) প্রদান করে।
-
ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন (OH⁻) প্রদান করে।
-
H⁺ এবং OH⁻ যুক্ত হয়ে পানি (H₂O) তৈরি করে।
-
-
উদাহরণ:
2️⃣ পানি যোজন বিক্রিয়া (Hydration Reaction)
-
সংজ্ঞা: আয়নিক যৌগের কেলাস গঠনের সময় এক বা একাধিক পানির অণু সংযুক্ত হওয়া।
-
পানি কেলাস: কেলাসে যুক্ত থাকা পানি।
3️⃣ বিয়োজন বিক্রিয়া (Decomposition Reaction)
-
সংজ্ঞা: সংযোজন বিক্রিয়ার বিপরীত।
-
প্রক্রিয়া: যৌগের অণু ভেঙ্গে এক বা একাধিক মৌল বা যৌগে পরিণত হয়।
-
উদাহরণ:
4️⃣ দহন বিক্রিয়া (Combustion Reaction)
-
সংজ্ঞা: কোনো মৌল বা যৌগকে বায়ুর অক্সিজেনের সঙ্গে জ্বালিয়ে, তা অক্সাইডে রূপান্তরিত করা।
-
উদাহরণ:
উৎস: রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 7 hours ago
যে বিক্রিয়ায় একটি নিউক্লিয়াস ভেঙে দুটি নিউক্লিয়াস তৈরি হয়, তাকে কী বলা হয়?
Created: 1 week ago
A
সংকোচন বিক্রিয়া
B
সংযোজন বিক্রিয়া
C
নিউক্লিয় ফিউশন বিক্রিয়া
D
নিউক্লিয় ফিশন বিক্রিয়া
নিউক্লিয়ার বিক্রিয়া:
১. নিউক্লিয়ার ফিউশন (Nuclear Fusion):-
-
সংজ্ঞা: দুটি নিউক্লিয়াসের সংযোগে একটি নিউক্লিয়াস তৈরি হওয়া।
-
অন্য নাম: সংযোজন বিক্রিয়া (Combination Reaction)।
-
ব্যবহার: হাইড্রোজেন বোমা তৈরির ভিত্তি।
২. নিউক্লিয়ার ফিশন (Nuclear Fission):-
-
সংজ্ঞা: একটি নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি বা ততোধিক নিউক্লিয়াসে পরিণত হওয়া।
-
অন্য নাম: বিয়োজন বিক্রিয়া (Decomposition Reaction)।
-
ব্যবহার: পারমাণবিক বোমা এবং বিদ্যুৎ উৎপাদন।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 week ago