শীতকালে সিভনল কোষের রন্ধ্রে কোন পদার্থ জমা হয়?

Edit edit

A

ক্যালোজ

B

সেলুলোজ

C

স্টার্চ

D

লিগনিন

উত্তরের বিবরণ

img

ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন (Phloem translocation)

  • উদ্ভিদের মূল এবং পাতা একে অপর থেকে দূরে অবস্থান করায় খাদ্য চলাচলের জন্য দ্রুত ও কার্যকর পরিবহনব্যবস্থা থাকা আবশ্যক, এ কাজটি ফ্লোয়েমের সিভনল করে থাকে।

  • ফ্লোয়েম হলো পরিবহন কলাগুচ্ছের অন্যতম গুচ্ছ।

  • পরিবহন কলাগুচ্ছের মধ্যে জাইলেমগুচ্ছ এবং ফ্লোয়েমগুচ্ছ থাকে।

  • ফ্লোয়েমগুচ্ছে থাকে: সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং বাস্টফাইবার

  • সিভনল হলো কেন্দ্রিকাবিহীন ও পাতলা প্রাচীরযুক্ত সজীব কোষ।

  • সিভনলগুলো লম্বালম্বিভাবে একটির সাথে অন্যটি যুক্ত হয়ে উদ্ভিদদেহে জালের মতো গঠন সৃষ্টি করে।

  • দুটো কোষের মধ্যবর্তী অনুপ্রস্থ প্রাচীর স্থানে স্থানে বিলুপ্ত হয়ে চালুনির মতো আকার ধারণ করে; ফলে খাদ্যদ্রব্য সহজে এক কোষ থেকে অন্য কোষে চলাচল করতে পারে।

  • শীতকালে এই রন্দ্রগুলোতে ক্যালোজ নামক রাসায়নিক পদার্থ জমা হয়, তাই খাদ্য চলাচলে বিঘ্ন ঘটে।

  • গ্রীষ্মে ক্যালোজ গলে যায়, তাই খাদ্য চলাচল বৃদ্ধি পায়।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

Unfavorite

0

Updated: 1 day ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD