A
He was too clever not to miss the point
B
He was so clever to miss the point
C
He was too clever to miss the point
D
He was too clever to grasp the point
উত্তরের বিবরণ
‘too…to’ কাঠামো নেতিবাচক অর্থ প্রকাশ করে।
এখানে, ‘to’ এর পর যে শব্দটি আসে, তা adjective-এর বিপরীত অর্থ বোঝায়।
কাঠামো: too + adjective + to + V1
উদাহরণ হিসেবে শব্দের ব্যবহার:
-
Miss মানে হতে পারে: ধরতে ব্যর্থ হওয়া, আঘাত করতে না পারা, বা কোনো কিছু নাগাল পেতে ব্যর্থ হওয়া।
-
কিন্তু Grasp (যা মানে হাত দিয়ে শক্ত করে ধরা, আঁকড়ে ধরা, বা কোনো বিষয়কে বুঝে ওঠা) ব্যবহার করলে অর্থগত দিক থেকে সামঞ্জস্য হয় না।
সুতরাং, ‘too + adjective + to + V1’ কাঠামো অনুসারে সঠিক বাক্য হবে:
He was too clever to miss the point.
অন্য যেসব বিকল্প দেওয়া হয়, সেগুলো ভুল হবে।
সূত্র: Cambridge Dictionary

0
Updated: 2 months ago