A
প্রোটন ত্যাগ
B
ইলেকট্রন নির্গমন
C
ইলেকট্রন গ্রহণ
D
ইলেকট্রন ত্যাগ
উত্তরের বিবরণ
তড়িৎ রাসায়নিক কোষের ক্যাথোডে ‘ইলেকট্রন গ্রহণ’ ঘটে।
তড়িৎদ্বার (Electrode):
-
তড়িৎ রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে অর্ধেক ডুবানো ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ডকে তড়িৎদ্বার বলা হয়।
-
এক তড়িৎদ্বারে পরমাণু বা ঋণাত্মক আয়ন ইলেকট্রন ত্যাগ করে → এখানে জারণ বিক্রিয়া ঘটে।
-
অপর তড়িৎদ্বারে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে → এখানে বিজারণ বিক্রিয়া ঘটে।
-
পুরো কোষের ভেতরে জারণ-বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া সম্পন্ন হয়।
-
যেখানে জারণ বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড এবং যেখানে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে ক্যাথোড বলা হয়।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 day ago