A
গ্যালিলিও
B
এডুইন হাবল
C
স্টিফেন হকিং
D
জি. ল্যামেটার
উত্তরের বিবরণ
বিগ ব্যাং তত্ত্ব (Big Bang Theory):
-
মহাবিশ্ব একসময় একটি বিন্দুতে কেন্দ্রীভূত ছিল; হঠাৎ এক মহা বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়—এটিই বিগ ব্যাং তত্ত্ব নামে পরিচিত।
-
বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা ছিলেন বেলজিয়ামের বিজ্ঞানী জি. ল্যামেটার (১৯২৭ সাল)।
-
এই তত্ত্বের আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেন স্টিফেন হকিং।
-
স্টিফেন হকিং তাঁর বিখ্যাত বই ‘A Brief History of Time’-এ বিগ ব্যাং তত্ত্ব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা

0
Updated: 1 day ago
বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন -
Created: 3 weeks ago
A
স্টিফেন হকিং
B
জি লেমেটার
C
আব্দুস সালাম
D
এডুইন হাবল
বিগ ব্যাং তত্ত্ব:
-
মহাবিশ্বের শুরু একটিমাত্র ছোট বিন্দু থেকে হয়েছিল। হঠাৎ এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়। এটিই ‘বিগ ব্যাং তত্ত্ব’ নামে পরিচিত।
-
এই তত্ত্ব প্রথম প্রস্তাব করেছিলেন বেলজিয়ামের বিজ্ঞানী জি ল্যামেটার। তিনি ১৯২৭ সালে এটি উপস্থাপন করেন।
-
পরবর্তীতে, বিখ্যাত পদার্থবিদ ও গণিতজ্ঞ স্টিফেন হকিং বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যা দেন।
-
স্টিফেন হকিং-এর জনপ্রিয় বইগুলো:
-
A Brief History of Time
-
The Universe in a Nutshell
-
The Grand Design
-
উৎস: ব্রিটানিকা, নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান।

0
Updated: 3 weeks ago