একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নিকরণ শক্তির পরিবর্তন কীভাবে হয়?

Edit edit

A

অপরিবর্তিত থাকে

B

কমে 

C

বাড়ে

D

প্রথমে বাড়ে পরে কমে 

উত্তরের বিবরণ

img

আয়নিকরণ শক্তি (Ionization Energy):

  • গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে রূপান্তর করতে যে শক্তি প্রয়োজন হয়, তাকে ঐ মৌলের আয়নিকরণ শক্তি বলে।

  • আয়নিকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম।

  • একই পর্যায়ের বাম দিকে থাকা মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি, আর ডান দিকে থাকা মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম।

  • পারমাণবিক ব্যাসার্ধ কম হলে আয়নিকরণ শক্তি বেড়ে যায় এবং পারমাণবিক ব্যাসার্ধ বেশি হলে আয়নিকরণ শক্তি কমে যায়।

উদাহরণ:

  • Na, Mg, Al, Si এর মধ্যে Si এর আয়নিকরণ শক্তি সর্বাধিক, কারণ এর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। অন্যদিকে Na এর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হওয়ায় এর আয়নিকরণ শক্তি সবচেয়ে কম।

  • গ্রুপ-1 এর Li, Na, K, Rb, Cs, Fr ক্ষার ধাতুগুলোর মধ্যে Li এর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, তাই এর আয়নিকরণ শক্তি সবচেয়ে বেশি।

  • গ্রুপ-17 এর F, Cl, Br, I, At মৌলগুলোর মধ্যে F এর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, তাই এর আয়নিকরণ শক্তি সবচেয়ে বেশি।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি

Unfavorite

0

Updated: 1 day ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD