A
পেপসিন
B
লাইপেজ
C
ট্রিপসিন
D
অ্যামাইলেজ
উত্তরের বিবরণ
অগ্ন্যাশয় (Pancreas):
অগ্ন্যাশয় পাকস্থলীর পিছনে আড়াআড়িভাবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মিশ্রগ্রন্থি।
এটি একদিকে পরিপাকে অংশগ্রহণকারী এনজাইম উৎপন্ন করে, অন্যদিকে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণকারী হরমোন নিঃসৃত করে।
তাই অগ্ন্যাশয় বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি উভয়ের কাজ করে।
অগ্ন্যাশয়রস অগ্ন্যাশয় নালির মাধ্যমে যকৃত-অগ্ন্যাশয়নালি দিয়ে ডিওডেনামে প্রবেশ করে।
অগ্ন্যাশয়রসে প্রধানত ট্রিপসিন, লাইপেজ ও অ্যামাইলেজ এনজাইম থাকে।
এসব এনজাইম শর্করা, আমিষ ও স্নেহজাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে।
এছাড়া এটি দেহের অম্ল-ক্ষারের সাম্যতা, পানির সাম্যতা ও দেহতাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্ন্যাশয় গ্লুকাগন ও ইনসুলিন হরমোন নিঃসৃত করে।
এই হরমোন দুটি রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ ও অন্যান্য শারীরবৃত্তীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 day ago