শীতকালে সিভনল কোষের রন্ধ্রে কোন পদার্থ জমা হয়?
A
ক্যালোজ
B
সেলুলোজ
C
স্টার্চ
D
লিগনিন
উত্তরের বিবরণ
ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন (Phloem translocation)
-
উদ্ভিদের মূল এবং পাতা একে অপর থেকে দূরে অবস্থান করায় খাদ্য চলাচলের জন্য দ্রুত ও কার্যকর পরিবহনব্যবস্থা থাকা আবশ্যক, এ কাজটি ফ্লোয়েমের সিভনল করে থাকে।
-
ফ্লোয়েম হলো পরিবহন কলাগুচ্ছের অন্যতম গুচ্ছ।
-
পরিবহন কলাগুচ্ছের মধ্যে জাইলেমগুচ্ছ এবং ফ্লোয়েমগুচ্ছ থাকে।
-
ফ্লোয়েমগুচ্ছে থাকে: সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং বাস্টফাইবার।
-
সিভনল হলো কেন্দ্রিকাবিহীন ও পাতলা প্রাচীরযুক্ত সজীব কোষ।
-
সিভনলগুলো লম্বালম্বিভাবে একটির সাথে অন্যটি যুক্ত হয়ে উদ্ভিদদেহে জালের মতো গঠন সৃষ্টি করে।
-
দুটো কোষের মধ্যবর্তী অনুপ্রস্থ প্রাচীর স্থানে স্থানে বিলুপ্ত হয়ে চালুনির মতো আকার ধারণ করে; ফলে খাদ্যদ্রব্য সহজে এক কোষ থেকে অন্য কোষে চলাচল করতে পারে।
-
শীতকালে এই রন্দ্রগুলোতে ক্যালোজ নামক রাসায়নিক পদার্থ জমা হয়, তাই খাদ্য চলাচলে বিঘ্ন ঘটে।
-
গ্রীষ্মে ক্যালোজ গলে যায়, তাই খাদ্য চলাচল বৃদ্ধি পায়।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
0
Updated: 1 month ago
প্রাথমিক কোষের উদাহরণ কোনটি?
Created: 4 weeks ago
A
ড্যানিয়েল কোষ
B
লেড সঞ্চয়ী কোষ
C
লেড-এসিড স্টোরেজ কোষ
D
নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ
তড়িৎ রাসায়নিক কোষ হলো এমন একটি বিশেষ ধরনের কোষ যেখানে রাসায়নিক জারণ-বিজারণ বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এটি মূলত দুটি শ্রেণিতে বিভক্ত।
তড়িৎ রাসায়নিক কোষ
-
রাসায়নিক জারণ-বিজারণ বিক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়।
-
স্বতঃস্ফূর্ততার ভিত্তিতে এটি দুই ভাগে বিভক্ত:
১. প্রাথমিক কোষ (Primary Cell)
-
যে কোষ নিজের ভেতরের রাসায়নিক শক্তিকে ব্যবহার করে সরাসরি বিদ্যুৎ উৎপন্ন করে এবং বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে তাকে প্রাথমিক কোষ বলে।
-
উদাহরণ: ড্যানিয়েল কোষ, শুষ্ক কোষ (Dry Cell) ইত্যাদি।
২. সেকেন্ডারি কোষ বা সঞ্চয়ী কোষ (Secondary Cell)
-
এই কোষে বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহিত করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত রাখা হয়। পরে সেই সঞ্চিত রাসায়নিক শক্তিকে পুনরায় বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়।
-
উদাহরণ: লেড-এসিড স্টোরেজ কোষ, নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ, লেড সঞ্চয়ী কোষ ইত্যাদি।
0
Updated: 4 weeks ago