বহুমূত্র বা ডায়াবেটিস (Diabetes)
- 
অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়, যা দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে। 
- 
ইনসুলিন যথেষ্ট না হলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় এবং প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়। এ অবস্থাকে ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস বলে। 
- 
ডায়াবেটিস প্রধানত দুই ধরনের: - 
টাইপ-1: একেবারেই ইনসুলিন তৈরি হয় না, তাই নিয়মিত ইনসুলিন ইনজেকশন নিতে হয়। 
- 
টাইপ-2: আংশিকভাবে ইনসুলিন তৈরি হয়, ঔষধ ইনসুলিন উৎপাদনে সহায়তা করে। 
 
- 
ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা
- 
রক্ত ও প্রস্রাব পরীক্ষার মাধ্যমে গ্লুকোজের মাত্রা নির্ণয় করা যায়। 
- 
ডায়াবেটিস পুরোপুরি নিরাময়যোগ্য নয়, তবে নিয়ন্ত্রণযোগ্য। 
- 
চিকিৎসায় তিনটি ‘D’ মেনে চলতে হয়: 
১) শৃঙ্খলা (Discipline)
- 
সুশৃঙ্খল জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিশেষভাবে পায়ের যত্ন নেওয়া। 
- 
নিয়মিত প্রস্রাব পরীক্ষা ও শারীরিক জটিলতায় ডাক্তারের পরামর্শ নেওয়া। 
২) খাদ্য নিয়ন্ত্রণ (Diet)
- 
মিষ্টিজাতীয় খাবার পরিহার। 
- 
ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ও সময়মতো খাদ্য গ্রহণ। 
- 
সঠিক খাদ্য মেনু অনুসরণ করলে সুফল পাওয়া যায়। 
৩) ঔষধ সেবন (Drug)
- 
ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ খাওয়া উচিত নয়। 
- 
ইনসুলিন বা ঔষধ নিয়মিত সেবন করতে হবে। 
- 
ঠিকমতো চিকিৎসা না করলে রক্তে গ্লুকোজের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে বা কমে গিয়ে অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে। 
- 
হঠাৎ অজ্ঞান হলে রোগীকে বসিয়ে গ্লুকোজ বা চিনির পানি খাইয়ে তাৎক্ষণিকভাবে বিপদ এড়ানো যেতে পারে। 
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
