A
অবস্থাবাচক বিশেষণ
B
সংখ্যাবাচক বিশেষণ
C
নির্দিষ্টতাজ্ঞাপক বিশেষণ
D
উপাদানবাচক বিশেষণ
উত্তরের বিবরণ
• 'সাতজন লোক' - এখানে 'সাতজন' সংখ্যাবাচক বিশেষণ পদ।
• নাম বিশেষণ: যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।
নাম বিশেষণের প্রকারভেদ:
ক. রূপবাচক: নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ
খ. গুণবাচক: চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া
গ. অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা
ঘ. সংখ্যাবাচক: হাজার লোক, দশ দশা, শ টাকা
ঙ. ক্রমবাচক: দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা
চ. পরিমাণবাচক: বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা
ছ. অংশবাচক: অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ
জ. উপাদানবাচক: বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি
ঝ. প্রশ্নবাচক: কতদূর পথ? কেমন অবস্থা?
ঞ. নির্দিষ্টতাজ্ঞাপক: এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)

0
Updated: 1 day ago
পদ বিবেচনায় শব্দ কত প্রকার?
Created: 2 weeks ago
A
৬ প্রকার
B
৭ প্রকার
C
৮ প্রকার
D
৯ প্রকার
সঠিক উত্তর: ৮ প্রকার
পদসমূহ হলো:
-
বিশেষ্য
-
বিশেষণ
-
সর্বনাম
-
ক্রিয়া
-
অব্যয়
-
সম্বন্ধসূচক
-
করণসূচক
-
বিবিধ (উপসর্গ, অভ্যর্থনা ইত্যাদি)

0
Updated: 2 weeks ago
“সুন্দর মানুষকে নিজের দিকে টানে” বাক্যটিতে ‘সুন্দর’ শব্দটি কোন পদ?
Created: 1 month ago
A
বিশেষ্য
B
বিশেষণ
C
সর্বনাম
D
অব্যয়
বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্হান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। যেমন - আপন ভালো সবাই চায়। এ বাক্যে ' ভালো' শব্দটি বিশেষ্য পদ।

0
Updated: 1 month ago
কোন পদ বাক্যের শোভা বর্ধন করে?
Created: 7 hours ago
A
বিশেষ্য
B
বিশেষণ
C
ক্রিয়া
D
অব্যয়
অব্যয় পদ
সংজ্ঞা:
অব্যয় হলো এমন শব্দ যা অপরিবর্তনীয়; অর্থাৎ এর কোনো লিঙ্গ, বচন বা কারক অনুযায়ী পরিবর্তন হয় না।
বৈশিষ্ট্য:
-
কোনো বিভক্তিচিহ্ন, একবচন-বহুবচন, পুরুষবাচক বা স্ত্রীবাচক রূপ নেই।
-
সর্বদা অপরিবর্তনীয় থাকলেও বাক্যে বিভিন্ন ভূমিকা পালন করতে পারে—
-
বাক্যের শোভা বা সৌন্দর্য বৃদ্ধি,
-
বিভিন্ন পদ বা বাক্যাংশের সংযোগ বা বিয়োগ ঘটানো।
-
উদাহরণ: যেমন: না, হ্যাঁ, কি, কেন, কত, অতি, অধিক, খুব ইত্যাদি।

0
Updated: 7 hours ago