A
কম্পিত
B
কম্পন
C
আধুত
D
স্পন্দিত
উত্তরের বিবরণ
ইষৎ” এর এক কথায় প্রকাশ
-
ইষৎ কম্পিত → আধুত
-
ইষৎ রক্তবর্ণ → আরক্ত
-
ইষৎ উষ্ণ → কবোষ্ণ
-
ইষৎ নীলবর্ণ → নীলাভ
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা – ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 day ago
'ক্ষমার যোগ্য'-এর বাক্য সংকোচন-
Created: 3 months ago
A
ক্ষমার্হ
B
ক্ষমাপ্রার্থী
C
ক্ষমা
D
ক্ষমাপ্রদ
• 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন - ক্ষমার্হ।
আরও কিছু এক কথায় প্রকাশ:
- ‘ক্ষমা করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
- ‘ক্ষমা করতে ইচ্ছুক’ এক কথায় প্রকাশ - তিতিক্ষু।
- ‘প্রশংসার যোগ্য’ এক কথায় প্রকাশ - প্রশংসার্হ।
- ‘স্মরণের যোগ্য’ এক কথায় প্রকাশ - স্মরণার্হ।
- ‘ধন্যবাদের যোগ্য’ এক কথায় প্রকাশ - ধন্যবাদার্হ।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 months ago
'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
Created: 2 months ago
A
ক্লান্তিহীন
B
অক্লান্ত
C
অক্লান্ত কর্মী
D
অবিশ্রাম
বাংলা ভাষায় কিছু বহুবাক্য অর্থ এক কথায় প্রকাশ করা সম্ভব। যেমন:
-
‘যিনি নিরবিচারে কর্ম করে যান, ক্লান্তি তাঁকে স্পর্শ করে না’ — এমন ব্যক্তিকে বলা হয় ‘অক্লান্ত কর্মী’।
-
‘যার মধ্যে ক্লান্তির কোনো চিহ্ন নেই’ — এমন কাউকে বোঝাতে ব্যবহার করা যায় ‘ক্লান্তিহীন’ শব্দটি।
-
আবার, ‘ক্লান্তি বা বিরতি ছাড়াই অগ্রসর হওয়া’ — এই ভাবনাটিকে এক কথায় প্রকাশ করা যায় ‘অক্লান্ত’ অথবা ‘অবিশ্রাম’ শব্দ দিয়ে।
তথ্যসূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago
'অক্ষির সমীপে'র সংক্ষেপ হলো-
Created: 2 months ago
A
সমক্ষ
B
পরোক্ষ
C
প্রত্যক্ষ
D
নিরপেক্ষ
‘অক্ষির সমীপে’ বাক্য সংকোচন - সমক্ষ।
- ‘অক্ষির সমীপে’ অর্থাৎ কোনো কিছুর চোখের সামনে বা কাছে থাকা বোঝাতে সমক্ষ শব্দটি ব্যবহৃত হয়।
-
‘অক্ষির অভিমুখে’ অর্থাৎ চোখের দিকে বা সরাসরি সামনে থাকা বোঝাতে প্রত্যক্ষ শব্দটি ব্যবহৃত হয়।
-
‘অক্ষির অগোচরে’ অর্থাৎ চোখ থেকে দূরে বা গোপনে কিছু ঘটার ক্ষেত্রে পরোক্ষ শব্দটি ব্যবহৃত হয়।
-
যখন কাউকে পক্ষপাতদুষ্ট নয়, নিরপেক্ষ বা কোন পক্ষের সমর্থক নয় বোঝাতে নিরপেক্ষ শব্দটি ব্যবহৃত হয়।
উল্লেখ্য, এই শব্দসমূহের ব্যুৎপত্তি ও ব্যবহারের ব্যাখ্যা পাওয়া যায় বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান এবং ড. সৌমিত্র শেখরের গ্রন্থ ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ থেকে।
এই শব্দগুলো ভাষাকে সংক্ষিপ্ত ও প্রাঞ্জল করে তুলতে সাহায্য করে।

0
Updated: 2 months ago