A
The punishment of Shylock in The Merchant of Venice
B
Hamlet’s death in Shakespeare’s play
C
Willy Loman’s downfall in Death of a Salesman
D
Oedipus’s blindness in Oedipus Rex
উত্তরের বিবরণ
Poetic Justice বলতে বোঝায় সাহিত্যে এমন এক নৈতিক ব্যবস্থা যেখানে ভাল চরিত্ররা তাদের সৎ কাজের জন্য পুরস্কৃত হয় এবং খারাপ চরিত্ররা তাদের দোষের কারণে শাস্তি পায়। Shakespeare-এর The Merchant of Venice-এ Shylock Antonio-র জীবন নষ্ট করতে চাইলে শেষে আইন অনুযায়ী তারই শাস্তি হয়— এটি Poetic Justice-এর উৎকৃষ্ট উদাহরণ। একইভাবে Dickens-এর A Tale of Two Cities এবং Hawthorne-এর The Scarlet Letter এও Poetic Justice দেখা যায়। এর উদ্দেশ্য হলো নৈতিক শিক্ষার মাধ্যমে পাঠককে তৃপ্তি দেওয়া। এটি বাস্তব জীবনে সবসময় না হলেও সাহিত্যে পাঠককে ন্যায়বিচারের অনুভূতি দেয়। তাই Shylock-এর শাস্তি হলো Poetic Justice-এর সেরা উদাহরণ।

0
Updated: 1 day ago
Which of the following is the correct definition of an Epic?
Created: 1 day ago
A
A short lyrical poem about love
B
A long narrative poem about heroic deeds
C
A play with comic and tragic elements
D
A poem of mourning
Epic হলো দীর্ঘ narrative poem যেখানে বীরপুরুষের অভিযান, দেবতা, যুদ্ধ এবং সমাজের মূলনীতি বর্ণিত হয়। Aristotle বলেছেন, Epic হলো “representation in the form of narrative verse” যা Tragedy-এর মতো নাটকীয়ভাবে গঠিত হওয়া উচিত। বিখ্যাত Epic-এর মধ্যে আছে Homer-এর Iliad ও Odyssey, Virgil-এর Aeneid, Milton-এর Paradise Lost এবং Anglo-Saxon এর Beowulf। Epic দুটি ধরণের হতে পারে: Primary/Oral Epic (যেমন Mahabharata, Ramayana, Iliad) যা প্রজন্ম থেকে মুখে মুখে প্রচারিত, এবং Secondary/Literary Epic (যেমন Virgil-এর Aeneid, Milton-এর Paradise Lost) যা নির্দিষ্ট কবির লেখা। Epic কেবল বীরত্ব নয়, বরং সমাজের ধর্মীয়, নৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত করে। তাই এর সংজ্ঞা হলো— a long narrative poem about heroic deeds।

0
Updated: 1 day ago
Which of the following is an example of a Mock Epic?
Created: 1 day ago
A
The Odyssey – Homer
B
Paradise Lost – John Milton
C
The Rape of the Lock – Alexander Pope
D
Beowulf – Anonymous
Mock Epic হলো এমন এক সাহিত্যধারা যেখানে Epic-এর গম্ভীর শৈলী ব্যবহার করে ছোট বা তুচ্ছ ঘটনাকে ব্যঙ্গ করা হয়। Alexander Pope-এর The Rape of the Lock সবচেয়ে জনপ্রিয় Mock Epic। এখানে এক মহিলার চুল কেটে নেওয়ার ঘটনা Epic-এর গাম্ভীর্য দিয়ে বর্ণনা করা হয়েছে। Invocation, supernatural machinery, epic battle ইত্যাদি সব ব্যবহার করা হয়েছে হাস্যকরভাবে। এর উদ্দেশ্য হলো অভিজাত সমাজের ভণ্ডামি, ফ্যাশন ও কুসংস্কারকে বিদ্রূপ করা। Mock Epic-এর অন্যান্য উদাহরণ হলো Byron-এর Don Juan এবং Swift-এর The Battle of the Books। Epic-এর আকার ধরে ব্যঙ্গ প্রকাশ করার জন্য এই ধারাটি বিশেষভাবে আলোচিত। তাই সঠিক উত্তর হলো The Rape of the Lock।

0
Updated: 1 day ago
Which play is an example of Absurd Drama?
Created: 1 day ago
A
Hamlet – Shakespeare
B
Doctor Faustus – Christopher Marlowe
C
Oedipus Rex – Sophocles
D
Waiting for Godot – Samuel Beckett
Absurd Drama হলো এমন নাটক যেখানে জীবনের অর্থহীনতা, বিশৃঙ্খলা এবং আধুনিক মানুষের মানসিক দ্বন্দ্ব প্রকাশ পায়। এখানে গল্পের সুস্পষ্ট কাহিনি বা যৌক্তিক অগ্রগতি অনুপস্থিত থাকে। Samuel Beckett এর “Waiting for Godot” এই ধারার সর্বাধিক আলোচিত নাটক। নাটকটিতে দুই চরিত্র Vladimir এবং Estragon সারাদিন “Godot” নামের এক ব্যক্তির জন্য অপেক্ষা করে, যিনি কখনো আসেন না। এটি মানবজীবনের অপেক্ষা, অর্থহীনতা এবং অস্তিত্ববাদী সমস্যার প্রতীক। Absurd Drama-তে দর্শক বিভ্রান্ত হয়, কারণ সেখানে বাস্তবতার মতোই কোনো নিশ্চিত সমাধান থাকে না। এ কারণে এটিকে আধুনিক বিশ্বের বিভ্রান্তি ও নিরাশার প্রতিফলন বলা হয়।

0
Updated: 1 day ago