'অশিক্ষিত' শব্দের গঠন কোনটি?
A
উপসর্গ + মূল শব্দ
B
ধাতু + প্রত্যয়
C
ধাতু + উপসর্গ
D
অব্যয় + অনুসর্গ
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ক) উপসর্গ + মূল শব্দ
বিশ্লেষণ:
'অশিক্ষিত' শব্দের গঠন:
-
অ (উপসর্গ) + শিক্ষিত (মূল শব্দ)
এখানে:
-
অ একটি নেতিবাচক উপসর্গ যা 'না' বা 'নয়' অর্থ প্রকাশ করে
-
শিক্ষিত হলো মূল শব্দ যার অর্থ 'যে শিক্ষা লাভ করেছে'
-
অ উপসর্গ যোগে শিক্ষিত শব্দের বিপরীত অর্থ তৈরি হয়েছে - 'যে শিক্ষা লাভ করেনি'
অনুরূপ উদাহরণ:
-
অসুস্থ = অ + সুস্থ
-
অযোগ্য = অ + যোগ্য
-
অপরিচিত = অ + পরিচিত
সুতরাং 'অশিক্ষিত' শব্দটি উপসর্গ + মূল শব্দ দিয়ে গঠিত।
উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago
‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?
Created: 1 month ago
A
তৎসম
B
তদ্ভব
C
ফারসী
D
তুর্কি
‘বাবা’ শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় আগত। তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় কিছু গুরুত্বপূর্ণ শব্দও এসেছে, যা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়।
-
তুর্কি ভাষা থেকে আগত গুরুত্বপূর্ণ শব্দগুলো হলো: কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরুক, বন্দুক, তোশক, বেগম, বাবা, বিবি।
0
Updated: 1 month ago
পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে-
Created: 4 months ago
A
টেবিল
B
চেয়ার
C
বালতি
D
শরবত
'বালতি' পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ
পর্তুগিজ উপনিবেশিক প্রভাবের ফলে বাংলা ভাষায় বেশ কিছু শব্দ যুক্ত হয়েছে, যা এখন দৈনন্দিন ভাষায় ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
বালতি – হাতলযুক্ত জলপাত্র
-
আনারস – এক ধরনের ফল
-
গির্জা – খ্রিস্টানদের উপাসনালয়
-
পেয়ারা – একটি সুস্বাদু ফল
-
পেঁপে – কাঁচা ও পাকা অবস্থায় খাওয়ার যোগ্য ফল
-
সালোয়ার – একধরনের পোশাক
-
চাবি – তালা খোলার যন্ত্র
-
গুদাম – পণ্য সংরক্ষণের স্থান
-
পাউরুটি – রুটি জাতীয় খাদ্য
-
পাদরি – খ্রিস্টান ধর্মযাজক
-
কামরা – কক্ষ বা রুম
-
বোতল – তরল পদার্থ রাখার পাত্র
-
জানালা – ঘরের আলো ও বাতাস প্রবেশের ফাঁক
-
বোতাম – জামার বন্ধনী
-
তোয়ালে – শরীর মুছতে ব্যবহৃত কাপড়
ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দ
ঔপনিবেশিক শাসনকাল ও আধুনিক শিক্ষাব্যবস্থার প্রভাবে বহু ইংরেজি শব্দ বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে।
উদাহরণ:
-
টেবিল
-
চেয়ার
আরবি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দ
ধর্মীয় ও সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে বাংলা ভাষায় অনেক আরবি শব্দ অন্তর্ভুক্ত হয়েছে।
উদাহরণ:
-
শরবত – সুগন্ধযুক্ত মিষ্টি পানীয়
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 4 months ago
কোনটি যোগরূঢ় শব্দ?
Created: 2 months ago
A
প্রবীণ
B
আদিত্য
C
গায়ক
D
দৌহিত্র
যোগরূঢ় শব্দ
-
সংজ্ঞা: সমাস নিষ্পন্ন হওয়া সত্ত্বেও যেসব শব্দ সম্পূর্ণভাবে তাদের উপপদের অর্থ অনুযায়ী না গিয়ে কোনো বিশেষ অর্থ বহন করে, সেগুলোকে যোগরূঢ় শব্দ বলা হয়।
উদাহরণ:
-
পঙ্কজ (পানি + কজ = পদ্ম)
-
রাজপুত (রাজা + পুত্র = রাজপুত্র, কিন্তু সমাসের মূল অর্থ অনুসারে নয়)
-
মহাযাত্রা
-
জলধি
-
আদিত্য
অন্য ধরণের শব্দ:
-
যৌগিক শব্দ: গায়ক, দৌহিত্র
-
রূঢ়ি শব্দ: প্রবীণ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 2 months ago