'অশিক্ষিত' শব্দের গঠন কোনটি?
A
উপসর্গ + মূল শব্দ
B
ধাতু + প্রত্যয়
C
ধাতু + উপসর্গ
D
অব্যয় + অনুসর্গ
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ক) উপসর্গ + মূল শব্দ
বিশ্লেষণ:
'অশিক্ষিত' শব্দের গঠন:
-
অ (উপসর্গ) + শিক্ষিত (মূল শব্দ)
এখানে:
-
অ একটি নেতিবাচক উপসর্গ যা 'না' বা 'নয়' অর্থ প্রকাশ করে
-
শিক্ষিত হলো মূল শব্দ যার অর্থ 'যে শিক্ষা লাভ করেছে'
-
অ উপসর্গ যোগে শিক্ষিত শব্দের বিপরীত অর্থ তৈরি হয়েছে - 'যে শিক্ষা লাভ করেনি'
অনুরূপ উদাহরণ:
-
অসুস্থ = অ + সুস্থ
-
অযোগ্য = অ + যোগ্য
-
অপরিচিত = অ + পরিচিত
সুতরাং 'অশিক্ষিত' শব্দটি উপসর্গ + মূল শব্দ দিয়ে গঠিত।
উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago
’মোড়ক’ শব্দের সঠিক প্রকৃত-প্রত্যয় কোনটি?
Created: 2 months ago
A
√মুড় + অক
B
√মুড় + ওক
C
√মোড় + অক
D
√মূড় + অক
“অক” কৃৎ-প্রত্যয় যোগে শব্দ গঠন
উদাহরণ:
-
√মুড় + অক = মোড়ক
-
√ঝল্ + অক = ঝলক
উল্লেখ্য
-
ক্রিয়ামূল বা ধাতু-কে বলা হয় ক্রিয়া-প্রকৃতি বা প্রকৃতি।
-
ক্রিয়া-প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
উদাহরণ:
চল্ (ক্রিয়া-প্রকৃতি) + অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ
0
Updated: 2 months ago
গ্রিক শব্দ কোনটি?
Created: 3 months ago
A
তুফান
B
লুঙ্গী
C
কুশন
D
দাম
• দাম,
- গ্রিক শব্দ।
অর্থ: মূল্য, দর, মর্যাদা, গুরুত্ব।
অন্যদিকে,
লুঙ্গি - ফারসি শব্দ।
তুফান - আরবি শব্দ।
কুপন - ফরাসি শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 3 months ago
নিম্নে কোন শব্দে স্বভাবতই ণ হয়?
Created: 1 month ago
A
নিক্কণ
B
তৃণ
C
কাণ্ড
D
উষ্ণ
বাংলা শব্দতত্ত্বে ‘ণ’ ধ্বনির ব্যবহার নির্দিষ্ট নিয়ম অনুসারে ঘটে। এটি স্বর এবং ব্যঞ্জনধ্বনির অবস্থানের ওপর নির্ভর করে।
-
স্বভাবতই ণ হয় এমন শব্দ:
চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থাণু, গুণ, পুণ্য, বেণী, ফণী, অণু, বিপণি, গণিকা, আপণ, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পাণি, গৌণ, কোণ, ভাণ, পণ, শাণ, চিক্কণ, নিক্কণ, কফণি, (কনুই) বণিক, গণনা, পিণাক, পণ্য, বাণ। -
নিয়ম অনুযায়ী মূর্ধন্য ‘ণ’ হয়:
-
ঋ, র, ষ এর পরে: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ
-
ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে: ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড
-
0
Updated: 1 month ago