'Boot leg' means to-
A
distribute
B
export
C
import
D
smuggle
উত্তরের বিবরণ
• মূল প্রশ্নপত্রে "Boot leg" শব্দটি থাকলেও সঠিক বানান হবে "Bootleg" (এক শব্দে)।
সঠিক উত্তর: Smuggle
শব্দ বিশ্লেষণ:
🔹 Bootleg (ক্রিয়া, বহুবচন)
-
ইংরেজি অর্থ: কোনো মদ্যপ পানীয় বা রেকর্ড অবৈধভাবে তৈরি, বিতরণ বা বিক্রি করা।
-
বাংলা অর্থ: শুল্ক ফাঁকি দিয়ে বা বেআইনিভাবে মদ তৈরি, আমদানি, রপ্তানি বা বিক্রি করা।
🔹 Smuggle (ক্রিয়া, বহুবচন)
-
ইংরেজি অর্থ: কোনো পণ্যকে অবৈধভাবে দেশের ভিতরে বা বাইরে স্থানান্তর করা।
-
বাংলা অর্থ: কাউকে বা কোনো কিছুকে গোপনে এবং বেআইনিভাবে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া।
বিভ্রান্তিকর অপশনসমূহ:
🔸 Distribute: বিতরণ করা বা ভাগ করে দেওয়া।
🔸 Export: রপ্তানি করা।
🔸 Import: আমদানি করা।
তথ্যসূত্র:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 months ago
EQUIVOCAL means
Created: 2 months ago
A
Universal
B
Mistaken
C
Quaint
D
Clear
EQUIVOCAL (adjective)
- দ্ব্যর্থবোধক; সন্দেহজনক।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Universal(adjective)
- সর্বজনীন; সার্বলৌকিক; বিশ্বজনীন।
খ) Mistaken (past participle) (adjective)
- ভ্রান্ত; ভ্রমাত্মক; ভুল: অবিবেচনাপ্রসূত।
গ) Quaint (adjective)
- অদ্ভুত কিন্তু আকর্ষক; খেয়ালি।
ঘ) Clear(adjective)
- স্বচ্ছ: মেঘমুক্ত; নির্মল: ; উজ্জ্বল; পরিষ্কার:নির্দোষ; গ্লানিমুক্ত; স্পষ্ট: (মন প্রসঙ্গে) নিঃশংসয়; নিশ্চিত; অবাধ।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলর মধ্যে - Clear শব্দটি Equivocal এর বিপরীত অর্থ প্রকাশ করছে। অন্য অপশন গুলো এর বিপরীত বা সমার্থক অর্থ প্রকাশ করছেনা।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
Despite multiple warnings, the ____________ employee refused to comply with the company’s safety regulations.
Created: 1 month ago
A
contemacius
B
contumacius
C
contemacious
D
contumacious
• Complete Sentence: Despite multiple warnings, the contumacious employee refused to comply with the company’s safety regulations.
- Bangla Meaning: একাধিক সতর্কতা সত্ত্বেও, অবাধ্য কর্মী কোম্পানির নিরাপত্তা বিধিমালা মানতে অস্বীকৃতি জানিয়েছিল।
• Contumacious (adjective)
English Meaning: stubbornly or willfully disobedient to authority.
Bangla Meaning: প্রত্যাহার বা কর্তৃত্বের প্রতি জিদ্দি অবজ্ঞাসূচক।
Example Sentence:
- The student was contumacious when he refused to follow the school rules.
- Contumacious behavior in court can lead to contempt charges.

0
Updated: 1 month ago
The word 'omnivorous' means:
Created: 2 weeks ago
A
eating all types of food
B
eating only fruits
C
eating only meat
D
eating grass and plants only
Omnivorous (adjective)
ইংরেজিতে অর্থ:
-
যে প্রাণী উভয়—শাকসবজি ও মাংস—খেতে পারে।
-
যে কোনো বিষয়ে অনেক রকম আগ্রহী বা উৎসাহী।
বাংলা অর্থ:
-
(প্রাণীবিশেষ) সর্বভূক; সব ধরনের খাবার খায়।
-
(মানব বা মনোভাবের ক্ষেত্রে) সর্বপাঠী; সব ধরনের বই পড়ে বা বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহী।
উদাহরণ:
-
He is an omnivorous reader, exploring both novels and scientific articles.
→ তিনি একজন সর্বপাঠী পাঠক, যিনি উপন্যাস এবং বৈজ্ঞানিক প্রবন্ধ দুটোই পড়েন।
উৎস: Cambridge Dictionary

0
Updated: 2 weeks ago