A
distribute
B
export
C
import
D
smuggle
উত্তরের বিবরণ
• মূল প্রশ্নপত্রে "Boot leg" শব্দটি থাকলেও সঠিক বানান হবে "Bootleg" (এক শব্দে)।
সঠিক উত্তর: Smuggle
শব্দ বিশ্লেষণ:
🔹 Bootleg (ক্রিয়া, বহুবচন)
-
ইংরেজি অর্থ: কোনো মদ্যপ পানীয় বা রেকর্ড অবৈধভাবে তৈরি, বিতরণ বা বিক্রি করা।
-
বাংলা অর্থ: শুল্ক ফাঁকি দিয়ে বা বেআইনিভাবে মদ তৈরি, আমদানি, রপ্তানি বা বিক্রি করা।
🔹 Smuggle (ক্রিয়া, বহুবচন)
-
ইংরেজি অর্থ: কোনো পণ্যকে অবৈধভাবে দেশের ভিতরে বা বাইরে স্থানান্তর করা।
-
বাংলা অর্থ: কাউকে বা কোনো কিছুকে গোপনে এবং বেআইনিভাবে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া।
বিভ্রান্তিকর অপশনসমূহ:
🔸 Distribute: বিতরণ করা বা ভাগ করে দেওয়া।
🔸 Export: রপ্তানি করা।
🔸 Import: আমদানি করা।
তথ্যসূত্র:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 months ago
'Venerate' Means-
Created: 2 days ago
A
defame
B
abuse
C
respect
D
accuse
Venerate
ইংরেজিতে অর্থ: অত্যন্ত শ্রদ্ধা করা।
বাংলায় অর্থ: গভীর শ্রদ্ধা বা ভক্তি করা; আরাধনা করা।
অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
ক) defame – কোনো ব্যক্তির সম্পর্কে মিথ্যা কুৎসা ছড়ানো।
খ) abuse – অন্যায় ব্যবহার বা অমর্যাদা করা।
গ) respect – শ্রদ্ধা করা।
ঘ) accuse – কাউকে দোষারোপ করা।
তাহলে, বুঝতে পারছি:
Venerate এর অর্থ হলো ‘শ্রদ্ধা করা’ বা ‘ভক্তি করা’।
সূত্র: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 days ago
Which phrase contains words opposed to each other in meaning?
Created: 2 weeks ago
A
Hopes and aspiration.
B
Heat and dust.
C
Reproduction and death.
D
Emerged and advanced.
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক)
Hope - আশা/ভরসা/প্রত্যাশা করা।
Aspiration - আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা।
খ)
Heat - তাপ; উত্তাপ।
Dust - ধুলা; ধূলিকণা।
গ)
Reproduction - পুনরুৎপাদন; পুনর্জনন।
Death - মৃত্যু; মরণ; জীবনহানি।
ঘ)
Emerged - প্রকাশিত হওয়া; (পানি থেকে) বেরিয়ে আসা।
Advanced - অত্যন্ত অগ্রসর।
• শব্দগুলোর অর্থ্য বিবেচনায় বুঝা যাচ্ছে - The phrase Reproduction and death - contains words opposed to each other in meaning.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 weeks ago
What is the meaning of the word 'euphemism'?
Created: 2 months ago
A
vague idea
B
inoffensive expression
C
verbal play
D
wise saying
English Meaning
-
Euphemism is a figure of speech in which a harsh, offensive, or unpleasant word or expression is replaced with a softer, more polite, or mild alternative.
-
It is a way of referring to something disagreeable using an inoffensive or gentle expression.
-
In short, it is a pleasant way of expressing something unpleasant or uncomfortable.
Bangla Meaning:
-
সুভাষণ; কঠোর বা কর্কশ শব্দের পরিবর্তে কোমল, মৃদু কিংবা শ্রুতিমধুর শব্দ ব্যবহার করা।
-
উদাহরণস্বরূপ, ‘মৃত্যু’ শব্দটির পরিবর্তে ‘পরলোকগমন’ শব্দ বা বাক্যাংশ ব্যবহৃত হলে সেটিই Euphemism।
-
ইংরেজি সাহিত্যে Euphemism শব্দের অর্থ হলো সুভাষণ বা কোমল প্রকাশ (inoffensive expression)।
-
Euphemism-এর মাধ্যমে কঠিন, দুঃখজনক কিংবা বিব্রতকর কোনো পরিস্থিতি বা সত্যকে নম্রভাবে উপস্থাপন করা হয়।
Further Explanation:
-
Euphemisms are commonly used in everyday language to make unpleasant truths more bearable.
-
They serve to soften the impact of difficult conversations or socially sensitive topics.
Examples:
-
“Kick the bucket” is a euphemism that refers to someone’s death.
-
“She’s a curvy woman.” – Here, curvy is used as a euphemism for overweight.
Source: Bangla Academy English to Bangla Dictionary

0
Updated: 2 months ago