What is the synonym of 'incredible'?
A
Unbelievable
B
Unthinkable
C
Unlikely
D
Unthinking
উত্তরের বিবরণ
The synonym of `incredible' is unbelievable.
Incredible (adjective) — অবিশ্বাস্য; অশ্রদ্ধেয়
-
Synonym of incredible: Unbelievable (adjective) — অবিশ্বাস্য
অন্যান্য শব্দের অর্থ:
-
Unlikely (adjective) — অসম্ভাবনীয়; অসম্ভাবিত; অঘটনীয়
-
Unthinkable (adjective) — অচিন্তনীয়; অবিবেচ্য
-
Unthinking (adjective) — চিন্তাশূন্য; বিবেচ্যহীন; অপরিণামদর্শী; অসতর্ক
সূত্র:
১. অ্যাকসেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি
২. ক্যামব্রিজ ডিকশনারি
0
Updated: 5 months ago
A synonym of 'Secrete' is:
Created: 1 month ago
A
Leak
B
Sanction
C
Reveal
D
Effrontery
Secrete একটি Verb বা ক্রিয়া। এর দুটি প্রধান অর্থ রয়েছে—একদিকে এটি কোনো তরল বা গ্যাস নিঃসরণ করা বোঝায়, আবার অন্যদিকে লুকানো বা গোপন রাখার অর্থেও ব্যবহৃত হয়।
-
বাংলা অর্থ: তরল পদার্থ বা গ্যাস ফুটা দিয়ে প্রবিষ্ট/নির্গত করা; লুকানো বা আচ্ছন্ন করা; গোপনে রাখা।
-
সমার্থক শব্দ: Leak (ফুটা দিয়ে বের হওয়া বা প্রবিষ্ট হওয়া), Emit (নিঃসরণ করা), Hide (লুকানো), Bury (সমাহিত করা), Cache (লুকিয়ে রাখা)।
-
বিপরীতার্থক শব্দ: Reveal (ফাঁস করা, জানিয়ে দেওয়া), Show (প্রদর্শন করা), Absorb (শোষণ করা), Uncover (উন্মুক্ত করা), Unveil (উন্মোচিত করা)।
-
উদাহরণ বাক্য:
১. They might be secreted behind a special door, hidden from sight by shadows or a secret knock.
২. Persons dealing in controlled substances and stolen property will frequently secrete the contraband in their residences.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Sanction (Noun):
-
ইংরেজি অর্থ: কোনো কিছু করার অনুমোদন বা অনুমতি।
-
বাংলা অর্থ: কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতি; অনুমোদন; মঞ্জুরি।
-
-
Effrontery (Noun, Uncountable):
-
ইংরেজি অর্থ: Insolent or impertinent behavior।
-
বাংলা অর্থ: ঔদ্ধত্য; নির্লজ্জ সাহস।
-
0
Updated: 1 month ago
What is the synonym of- 'Delude'?
Created: 5 months ago
A
Demand
B
Permit
C
Aggravate
D
Deceive
Delude (verb transitive)
-
প্রতারণা বা বিভ্রান্ত করা বোঝাতে ব্যবহৃত হয়।
প্রশ্নে দেওয়া অপশনগুলোর বিশ্লেষণ করলে দেখা যায়:
ক) Demand (noun/verb):
-
অর্থ: চাহিদা, দাবি, অনুরোধ বা আদেশ করা।
→ Delude শব্দটির সঙ্গে এর কোনো অর্থিক সাদৃশ্য নেই।
খ) Permit (verb transitive/intransitive):
-
অর্থ: অনুমতি দেওয়া বা বাধা না সৃষ্টি করা।
→ এটি Delude শব্দের সঙ্গে সম্পর্কিত নয়।
গ) Aggravate (verb transitive):
-
অর্থ: পরিস্থিতি আরও খারাপ বা গুরুতর করে তোলা।
→ এটিও Delude শব্দের সমার্থক নয়।
ঘ) Deceive (verb):
-
অর্থ: মিথ্যা বা প্রতারণার মাধ্যমে কাউকে বিভ্রান্ত করা, ঠকানো।
→ এই শব্দটি অর্থের দিক থেকে Delude এর সঙ্গে সম্পূর্ণরূপে মিলে যায়।
অতএব, উপরের অপশনগুলোর মধ্যে "Deceive" শব্দটি “Delude” এর অর্থের সঙ্গে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ।
উৎস: বাংলা একাডেমি প্রকাশিত "অ্যাক্সেসিবল ডিকশনারি"।
0
Updated: 5 months ago
The synonym of the word "Kudos" is -
Created: 1 month ago
A
Criticism
B
Neglect
C
Disgrace
D
Praise
Kudos (Noun)
-
English Meaning: The public admiration that a person receives as a result of a particular achievement or position in society.
-
Bangla Meaning: (কথ্য) সম্মান ও গৌরব; অভিনন্দন, প্রশংসা করা।
Synonyms:
-
Applause – সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি।
-
Fame – খ্যাতি।
-
Credit – কৃতিত্ব।
-
Acclaim – প্রশংসা।
-
Accolade – জয়ধ্বনি।
Antonyms:
-
Dishonor – অমর্যাদা।
-
Condemnation – নিন্দা।
-
Disrespect – অসম্মান করা।
-
Blame – দোষারোপ করা।
-
Denunciation – অভিশাপ, ভীতিপ্রদর্শন।
উল্লিখিত অপশনগুলো:
-
Criticism – খুঁতসন্ধান।
-
Neglect – অযত্ন/অবহেলা/অবজ্ঞা/অনাদর করা।
-
Disgrace – সম্মানহানি; খ্যাতিনাশ।
-
Praise – প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
Example Sentences:
-
Being an actor has a certain amount of kudos attached to it.
-
Kudos to everyone who helped.
Source:
0
Updated: 1 month ago