A
Unity of Action, Time, and Place
B
Unity of Character, Plot, and Style
C
Unity of Thought, Music, and Diction
D
Unity of Comedy, Tragedy, and Satire
উত্তরের বিবরণ
Aristotle-এর Poetics থেকে গ্রীক নাট্যশিল্পে যে তত্ত্ব গড়ে ওঠে তা হলো Three Unities। এগুলো হলো— Unity of Action (একটি মূল কাহিনি থাকবে, অপ্রাসঙ্গিক subplot থাকবে না), Unity of Time (ঘটনা ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে), এবং Unity of Place (পুরো নাটক এক জায়গায় ঘটবে)। উদাহরণস্বরূপ, Sophocles-এর Oedipus Rex এই তিনটি Unity প্রায় পুরোপুরি মান্য করে। Shakespeare নাটকে Three Unities মানেননি, বরং বহুমাত্রিক plot ও বহু স্থান ব্যবহার করেছেন। Three Unities নাটককে সংহত ও বাস্তবসম্মত করে, যদিও আধুনিক নাট্যকারেরা এই সীমাবদ্ধতা অতিক্রম করেছেন। তবে শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে নাটকের জন্য Unity of Action, Time, and Place অত্যন্ত গুরুত্বপূর্ণ।

0
Updated: 1 day ago
Which of the following is an example of a Soliloquy?
Created: 1 day ago
A
“Out, out brief candle” – Macbeth
B
“All the world’s a stage” – As You Like It
C
“Friends, Romans, countrymen” – Julius Caesar
D
“To be, or not to be” – Hamlet
Soliloquy হলো একক বক্তৃতা, যেখানে মঞ্চে চরিত্র একা থেকে নিজের চিন্তা ও অনুভূতি ব্যক্ত করে। Shakespeare নাটকে Soliloquy-এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। Hamlet-এর বিখ্যাত “To be, or not to be” Soliloquy তার মানসিক দ্বন্দ্ব— বেঁচে থাকা ভালো না মৃত্যুবরণ— সেই প্রশ্নকে প্রকাশ করে। এটি দর্শককে চরিত্রের অন্তর্দৃষ্টি বুঝতে সাহায্য করে। অন্য Soliloquy-এর উদাহরণ হলো Macbeth-এর “Tomorrow, and tomorrow, and tomorrow,” Iago-এর “I hate the Moor” (Othello), Edmund-এর “Thou, nature, art my goddess” (King Lear)। Soliloquy চরিত্রের মনের অবস্থা উন্মোচন করে, দর্শককে নাটকের গভীরে নিয়ে যায়। তাই Hamlet-এর উক্তিটি Soliloquy-এর শ্রেষ্ঠ উদাহরণ।

0
Updated: 1 day ago
Which of the following is the best example of Satire?
Created: 1 day ago
A
Paradise Lost – John Milton
B
Animal Farm – George Orwell
C
Ode to the West Wind – Shelley
D
The Iliad – Homer
Satire হলো সমাজ বা ব্যক্তির দোষ-ত্রুটি তুলে ধরে সংশোধনের প্রচেষ্টা, যেখানে কৌতুক, বিদ্রূপ ও ব্যঙ্গ ব্যবহার করা হয়। George Orwell এর Animal Farm রাজনৈতিক বিদ্রূপমূলক রূপক, যা রুশ বিপ্লব এবং সাম্যবাদী শাসনের ব্যর্থতা চিত্রিত করে। একইভাবে Jonathan Swift এর Gulliver’s Travels সমাজ ও রাজনীতির অসঙ্গতি ব্যঙ্গ করেছে। Voltaire এর Candide অযৌক্তিক আশাবাদকে বিদ্রূপ করেছে। Satire এর লক্ষ্য শুধু হাস্যরস নয়, বরং সমালোচনা ও সংশোধন। Orwell এর Animal Farm এ পশুর মাধ্যমে মানুষের রাজনৈতিক দুর্নীতি ও ক্ষমতার লালসা প্রকাশ করা হয়েছে। এভাবে Satire সমাজের ভণ্ডামি উন্মোচন করে পাঠককে চিন্তা করতে বাধ্য করে।

0
Updated: 1 day ago
Misanthropist means _____.
Created: 1 month ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।

0
Updated: 1 month ago