A
The Odyssey – Homer
B
Paradise Lost – John Milton
C
The Rape of the Lock – Alexander Pope
D
Beowulf – Anonymous
উত্তরের বিবরণ
Mock Epic হলো এমন এক সাহিত্যধারা যেখানে Epic-এর গম্ভীর শৈলী ব্যবহার করে ছোট বা তুচ্ছ ঘটনাকে ব্যঙ্গ করা হয়। Alexander Pope-এর The Rape of the Lock সবচেয়ে জনপ্রিয় Mock Epic। এখানে এক মহিলার চুল কেটে নেওয়ার ঘটনা Epic-এর গাম্ভীর্য দিয়ে বর্ণনা করা হয়েছে। Invocation, supernatural machinery, epic battle ইত্যাদি সব ব্যবহার করা হয়েছে হাস্যকরভাবে। এর উদ্দেশ্য হলো অভিজাত সমাজের ভণ্ডামি, ফ্যাশন ও কুসংস্কারকে বিদ্রূপ করা। Mock Epic-এর অন্যান্য উদাহরণ হলো Byron-এর Don Juan এবং Swift-এর The Battle of the Books। Epic-এর আকার ধরে ব্যঙ্গ প্রকাশ করার জন্য এই ধারাটি বিশেষভাবে আলোচিত। তাই সঠিক উত্তর হলো The Rape of the Lock।

0
Updated: 1 day ago
Which of the following is an example of Poetic Justice?
Created: 1 day ago
A
The punishment of Shylock in The Merchant of Venice
B
Hamlet’s death in Shakespeare’s play
C
Willy Loman’s downfall in Death of a Salesman
D
Oedipus’s blindness in Oedipus Rex
Poetic Justice বলতে বোঝায় সাহিত্যে এমন এক নৈতিক ব্যবস্থা যেখানে ভাল চরিত্ররা তাদের সৎ কাজের জন্য পুরস্কৃত হয় এবং খারাপ চরিত্ররা তাদের দোষের কারণে শাস্তি পায়। Shakespeare-এর The Merchant of Venice-এ Shylock Antonio-র জীবন নষ্ট করতে চাইলে শেষে আইন অনুযায়ী তারই শাস্তি হয়— এটি Poetic Justice-এর উৎকৃষ্ট উদাহরণ। একইভাবে Dickens-এর A Tale of Two Cities এবং Hawthorne-এর The Scarlet Letter এও Poetic Justice দেখা যায়। এর উদ্দেশ্য হলো নৈতিক শিক্ষার মাধ্যমে পাঠককে তৃপ্তি দেওয়া। এটি বাস্তব জীবনে সবসময় না হলেও সাহিত্যে পাঠককে ন্যায়বিচারের অনুভূতি দেয়। তাই Shylock-এর শাস্তি হলো Poetic Justice-এর সেরা উদাহরণ।

0
Updated: 1 day ago
Which of the following is an example of a Mock Epic?
Created: 1 day ago
A
Paradise Lost – John Milton
B
Ulysses – James Joyce
C
The Rape of the Lock – Alexander Pope
D
Hamlet – William Shakespeare
Mock Epic হলো এমন একটি কাব্যধারা যেখানে গম্ভীর Epic-এর শৈলীকে ব্যবহার করে তুচ্ছ বিষয়কে ব্যঙ্গ করা হয়। এটি ব্যঙ্গাত্মক সাহিত্যর একটি উৎকৃষ্ট রূপ। Alexander Pope এর The Rape of the Lock হলো Mock Epic-এর সেরা উদাহরণ। এখানে Epic-এর গঠন, invocations, supernatural machinery সবই ব্যবহৃত হয়েছে, কিন্তু বিষয় হলো এক মহিলার চুল কেটে নেওয়ার ছোট ঘটনা। এইভাবে Pope সমাজের তুচ্ছতা ও ভণ্ডামিকে হাস্যরসের মাধ্যমে উন্মোচন করেছেন। আরও কিছু উদাহরণ হলো Swift-এর The Battle of the Books এবং Byron-এর Don Juan। তাই “The Rape of the Lock” Mock Epic ধারার সবচেয়ে ক্লাসিক কাজ।

0
Updated: 1 day ago
Which of the following is the best example of Satire?
Created: 1 day ago
A
Paradise Lost – John Milton
B
Animal Farm – George Orwell
C
Ode to the West Wind – Shelley
D
The Iliad – Homer
Satire হলো সমাজ বা ব্যক্তির দোষ-ত্রুটি তুলে ধরে সংশোধনের প্রচেষ্টা, যেখানে কৌতুক, বিদ্রূপ ও ব্যঙ্গ ব্যবহার করা হয়। George Orwell এর Animal Farm রাজনৈতিক বিদ্রূপমূলক রূপক, যা রুশ বিপ্লব এবং সাম্যবাদী শাসনের ব্যর্থতা চিত্রিত করে। একইভাবে Jonathan Swift এর Gulliver’s Travels সমাজ ও রাজনীতির অসঙ্গতি ব্যঙ্গ করেছে। Voltaire এর Candide অযৌক্তিক আশাবাদকে বিদ্রূপ করেছে। Satire এর লক্ষ্য শুধু হাস্যরস নয়, বরং সমালোচনা ও সংশোধন। Orwell এর Animal Farm এ পশুর মাধ্যমে মানুষের রাজনৈতিক দুর্নীতি ও ক্ষমতার লালসা প্রকাশ করা হয়েছে। এভাবে Satire সমাজের ভণ্ডামি উন্মোচন করে পাঠককে চিন্তা করতে বাধ্য করে।

0
Updated: 1 day ago